কেশ বন্ধনের আগে
লাইফস্টাইল ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Feb 2016 05:01 PM BdST Updated: 04 Feb 2016 05:30 PM BdST
শুধু চুল বাঁধতে জানলেই চলবে না, বাঁধার জন্য চুল ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে।
রূপচর্চাবিষয়ক একটি ওয়েবসাইটে চুল বাঁধার আগে করণীয় কিছু বিষয় উল্লেখ করা হয়। এখানে সেগুলো তুলে ধরা হলো।
- চুল দেখতে বেশি লাগবে এমন শ্যাম্পু কন্ডিশনার ব্যবহার করে চুল ধুয়ে নিতে হবে। তবে চুল ধোয়ার সময় না পেলে চুল বেঁধে নেওয়াই বুদ্ধিমানের কাজ।
- চুল বাঁধার আগে চুলে খানিকটা সিরাম মেখে নিতে হবে। চুল দু’ভাগ করে নিয়ে এরপর চুলে সিরাম লাগিয়ে নিতে হবে। এতে চুল নিয়ন্ত্রণে থাকবে এবং বিভিন্ন স্টাইল করতে সুবিধা হবে।
- চুল বাঁধলেই তো আর হবে না, তা যেন দীর্ঘ সময় একই রকম থাকে এবং চুল খুলে না যায় সে ব্যবস্থাও করতে হবে। আর চুলের বিভিন্ন স্টাইল ধরে রাখতে সব থেকে বেশি উপযোগী ববি পিন। আড়াআড়িভাবে একটা ববি পিনের উপর অন্যটি আটকে দিলে তা শক্তভাবে চুল আটকে রাখবে। পাশাপাশি ববি পিনে খানিকটা হেয়ার স্প্রে করলেও তা চুলের সঙ্গে আটকে থাকবে।
- চুলের স্টাইল অনেকটা সময় ধরে রাখতে এবং উশকোখুশকোভাব দূর করতে হেয়ার স্প্রে বা হালকা জেল ব্যবহার করা যায়। চুল বাঁধার পর হেয়ার স্প্রে ব্যবহারে চুল এলোমেলো হবে না। তাছাড়া চুল বাঁধার আগে সিরাম ব্যবহার করলেও চুল গোছানো থাকবে।
- চুলের সাজ পূর্ণতা পাবে অনুষঙ্গ ব্যবহারে। সুন্দর ক্লিপ, ব্যান্ড, পাথর বসানো অনুষঙ্গ, রিবন ইত্যাদি ব্যবহারে চুলের সাজ আরও আকর্ষণীয় হয়ে উঠবে।
প্রতীকী মডেল: তৃপ্তি। ছবি: প্রমানিক।
সর্বাধিক পঠিত
- অবিশ্বাস্য পথচলা শেষে শিরোপা হাসি রিয়ালেরই
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- এগিয়ে আসছে রুশ বাহিনী, পূর্বাঞ্চল ছাড়তে পারে ইউক্রেইনীয় সেনারা
- দুর্দান্ত কোর্তোয়া, অবিশ্বাস্য কোর্তোয়া
- ‘৩০ বলে ৩০ রান থেকে ৫০ বলে ৯০ করে ফেলতে পারে বাটলার’
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
- ‘ব্যালন ডি’অর জিততে মেসি-রোনালদো হও, নয়তো চ্যাম্পিয়ন্স লিগ জেতো’
- টিভি সূচি (শনিবার, ২৮ মে ২০২২)
- ইতিহাস গড়লেন আনচেলত্তি
- ইউক্রেইনের ‘শত্রু’ তালিকায় উঠল কিসিঞ্জারের নাম