পারফিউম দীর্ঘস্থায়ী করতে

সুগন্ধির সুগন্ধ দীর্ঘস্থায়ী করতে ত্বক আর্দ্র রাখা দরকার।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Dec 2015, 09:16 AM
Updated : 20 Dec 2015, 09:16 AM

লাইফস্টাইলবিষয়ক একটি ওয়েবসাইটে এই বিষয়ে জানানো হয়।

শরীরের যেসব অংশে সুগন্ধি ব্যবহার করতে চান সেখানে আগে পছন্দের লোশন বা ময়েশ্চারাইজার লাগিয়ে নিলে সুগন্ধ হবে দীর্ঘস্থায়ী।

শুষ্ক ত্বকে দ্রুত সুগন্ধি হালকা হয়ে যায়। তবে ত্বক আর্দ্র থাকলে তা তুলনামূলকভাবে বেশি সময় স্থায়ী হয়।

চুল এবং মাথার ত্বক শরীরের অন্যান্য ত্বকের তুলনায় তৈলাক্ত হওয়ার কারণে দীর্ঘ সময় পারফিউমের গন্ধ ধরে রাখতে পারে। একই কারণে ত্বকে খানিকটা ময়েশ্চারাইজার অথবা তৈলাক্ত উপাদান ব্যবহার করে এরপর পারফিউম ব্যবহার করা হলে এর সুবাস দীর্ঘস্থায়ী হবে।

ছবি: রয়টার্স।