ত্বক পরিচর্যায় কফির মাস্ক

শুধু পান করবেন কেনো, কফি দিয়ে রূপচর্চাও করতে পারেন।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Oct 2022, 11:20 AM
Updated : 12 Oct 2022, 11:20 AM

উজ্জ্বল করার পাশাপাশি ত্বকের কালচেভাব দূর করতে পারে কফি।

কফির সুঘ্রাণ শরীর ও মনকে যেমন শান্ত করতে পারে তেমনি ত্বকে উজ্জলতাও ফুটিয়ে তুলতে পারে।

টাইমসঅফইন্ডিয়া ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে ভারতে ‘নীল অ্যাস্থেটিক্স এবং লেজার ক্লিনিক’য়ের চর্ম-রোগবিশেষজ্ঞ, কসমেটোলজিস্ট এবং হেয়ার ট্রান্সপ্ল্যান্ট সার্জন ডা. আনশিকা কুক্রেজা ত্বকের সমস্যা সমাধানে কফি গুঁড়া ব্যবহারের উপকারিতা সম্পর্কে জানান।

চোখের ফোলা ভাব কমাতে

কফিতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট যা চোখের প্রদাহ এবং ফোলাভাব কমাতে সহায়তা করে।

কফির গুঁড়া কুসুম গরম পানির সঙ্গে মিশিয়ে তাতে তুলার বল ডুবিয়ে তা চোখের ফোলা অংশের ওপর রেখে দিলে ফোলাভাব কমে।

চোখের চারপাশে কালো দাগ

আধা টেবিল-চামচ কফির গুঁড়ার সঙ্গে এক টেবিল-চামচ মধু মিশিয়ে পেস্ট তৈরি করে চোখের চারপাশে ব্যবহার করতে হবে।

১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এতে রক্ত সঞ্চালন বাড়ে যা চোখের চারপাশের কালোদাগ দূর করতে সহায়তা করে করে।

ব্রণ কমায়

কফি ব্যাক্টেরিয়া-রোধী উপাদান সমৃদ্ধ যা ত্বক এক্সফলিয়েট করে ব্যাক্টেরিয়া কমাতে পারে। ফলে ব্রণের সমস্যা দূর হয়।

কফির গুঁড়া আলতোভাবে ত্বকে মালিশ করে নিতে হবে। এতে মৃতকোষ দূর হবে ও ব্রণ কমবে।

কফির প্যাক তৈরি করতে তিন চা-চামচ কফির সঙ্গে এক টেবিল-চামচ বেসন, তিন চা-চামচ মধু, দুই চা-চামচ অ্যালো ভেরার জেল এবং দুতিন ফোঁটা ল্যাভেন্ডার এসেনশল তেল মিশিয়ে প্যাক তৈরি করে নিতে হবে।

প্যাকটি মেখে ১৫ মিনিট অপেক্ষা করে সাধারণ পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।

সূর্যালোকের কারণে হওয়া ক্ষতি

কফিতে থাকা পলিফেনল সূর্যের অতিবেগুনি রশ্মির কারণে হওয়া ক্ষতির বিরুদ্ধে কাজ করে এবং বলিরেখা কমায়।

এক টেবিল-চামচ কফির গুঁড়ার সঙ্গে এক টেবিল-চামচ লেবুর রস মিশিয়ে প্যাক তৈরি করে মুখে মেখে ১৫ মিনিট পরে ধুয়ে ফেলতে হবে। এতে উপকার পাওয়া যাবে।

শুষ্ক ত্বক

কফি ও জলপাইয়ের তেলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের বয়সের ছাপ কমায়।

এক টেবিল-চামচ জলপাইয়ের তেলের সঙ্গে কফির গুঁড়া মিশিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে। মিশ্রণটি মুখে মেখে ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলতে হবে।

পিগমেন্টেইশন

নিয়মিত কফির মাস্ক ব্যবহারে দাগছোপ হালকা হয় এবং ত্বক মসৃণ, উজ্জ্বল ও দাগহিন হয়। ঠোঁটের পিগমেন্টেইশন কমাতেও কফি উপকারী।

আধা টেবিল-চামচ কফির গুঁড়া, আধা টেবিল-চামচ মধু এবং অর্ধেকটা লেবুর রস একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করে নিতে হবে।

ঠোঁট বা ত্বকের দাগ দূর করতে এই প্যাক উপকারী। ত্বকে প্যাক মেখে ১০ মিনিট অপেক্ষা করে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।

আরও পড়ুন

Also Read: যে কারণে ত্বকের যত্নে গ্রিন টি ভালো

Also Read: ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ঘরোয়া ফেইশল স্ক্রাব

Also Read: ত্বকে যেসব প্রাকৃতিক উপাদান সরাসরি ব্যবহার উচিত না

Also Read: কেশ পরিচর্যায় কফি