কেশ পরিচর্যায় কফি

শুধু দেহ চাঙা করে না, চুলেও সতেজভাব নিয়ে আসতে পারে কফি।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Sept 2022, 09:33 AM
Updated : 29 Sept 2022, 09:33 AM

কফি দিয়ে তৈরি নানান মাস্ক চুলে আনে উজ্জ্বল ও চকচকেভাব।

নানান উপাদানের সঙ্গে মিশিয়ে কফি ব্যবহার করলে চুলের যেমন বৃদ্ধি হয় তেমনি তালুতে রক্তাসঞ্চালন বাড়িয়ে সার্বিক স্বাস্থ্য ভালো করে। আর এই তথ্য দিয়েছেন ভারতের ‘ব্লোসম কোচ্চার গ্রুপ অব কোম্পানিজ’এর পরিচালক ব্লোসম কোচ্চার।

কফি দিয়ে চুল পরিচর্যার কয়েকটি পদ্ধতিও দিয়েছেন তিনি টাইমসঅবইন্ডিয়া ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে।

রুক্ষতা ও শুষ্কভাব দূর করতে

উপকরণ: দই, কফি ও লেবুর রস।

পদ্ধতি: এক কাপ দই এবং এক টেবিল-চামচ কফি ভালো মতো মিশিয়ে নিতে হবে যেন কোনো দানাভাব না থাকে। এরপর এতে এক চা-চামচ লেবুর রস যোগ করতে হবে।

মাস্কটি চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ভালো মতো মেখে ২০ মিনিট অপেক্ষা করতে হবে। এরপর সাধারণ পানি দিয়ে চুল ধুয়ে নিতে হবে।

দই চুলে মসৃণভাব আনবে এবং কফি আনবে চকচকেভাব। 

চুল বৃদ্ধির মাস্ক

উপকরণ: কফি ও নারিকেল তেল

পদ্ধতি: ১/৪ কাপ নারিকেল তেল কম আঁচে গরম করে তাতে এক টেবিল-চামচ ভাজা কফির গুঁড়া যোগ করতে হবে। মিশ্রণটি ঠাণ্ডা হয়ে আসলে তা মাথার ত্বকে ব্যবহার করে মালিশ করতে হবে। এতে রক্ত সঞ্চালন বাড়বে এবং চুলের বৃদ্ধি দ্রুত হবে।

প্রাকৃতিক রং

উপকরণ: কফির গুঁড়া, লেবু ও দারুচিনি

পদ্ধতি: একটা পাত্রে এক টেবিল চামচ কফির গুঁড়া, দুতিন ফোঁটা লেবুর রস এবং সামান্য দারুচিনির গুঁড়া যোগ করে ভালো মতো মিশিয়ে নিতে হবে।

মিশ্রণটি চুল হালকা ভেজা অবস্থায় (মাথার ত্বক বাদ দিয়ে) ভালো মতো মেখে কমপক্ষে এক ঘন্টা অপেক্ষা করতে হবে। এরপর মৃদু শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিতে হবে।

চুল দ্রুত লম্বা করতে

উপকরণ: কফির গুঁড়া ও মধু।

পদ্ধতি: এক টেবিল-চামচ কফির গুঁড়ার সঙ্গে এক টেবিল-চামচ মধু যোগ করে ভালো মতো মিশিয়ে নিতে হবে। ঘন পেস্ট তৈরি হয়ে গেলে তা মাথার ত্বক ও চুলে মেখে নিতে হবে। ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করে তা ধুয়ে ফেলতে হবে।

কফি চুল দ্রুত লম্বা করে এবং মধু চুলে মসৃণভাব আনে।

চুলে সতেজ ও সুস্থভাব

উপকরণ: কফি

পদ্ধতি: কিছুটা কফি পানিতে ফুটিয়ে আলাদা করে রাখতে হবে। এরপর চুলে শ্যাম্পু করে তা দিয়ে চুল ধুয়ে নিতে হবে।

প্রতিবার শ্যাম্পু করার পরে কফি ব্যবহার চুলে সতেজ ও সজীবভাব আনে।

আরও পড়ুন