মার্গারিটা, সমুদ্র কতো সুন্দর

নিকারাগুয়ার কবি রুবেন দারিও (১৮৬৭-১৯১৬)। উনিশশ শতাব্দীর শেষদিকে স্প্যানিশ-আমেরিকান সাহিত্য আন্দোলন ‘মডার্নিসমো’র পথিকৃৎ তিনি। ‘অ্যা মার্গারিটা দেবায়লে’ শিরোনামে তার এ কবিতাটি শিশুদের জন্য বই আকারে প্রথম প্রকাশিত হয় ১৯০৮ সালে।

রবিউল কমলরবিউল কমল
Published : 22 Sept 2022, 08:20 PM
Updated : 22 Sept 2022, 08:20 PM

মার্গারিটা, সমুদ্র কতো সুন্দর

স্থির এবং নীল।

আর বাতাস

লেবু ফুলের সুবাস বয়ে আনে;

আমি অনুভব করতে পারি

আমার হৃদয় কিছু একটা গাইছে

আর এটা তোমারই কণ্ঠ।

মার্গারিটা, তোমাকে একটা গল্প বলি-

এক রাজা ছিলেন, যার ছিল

হীরার তৈরি প্রাসাদ

বিশাল একটা তাঁবু

আর হাতির পাল

ম্যালাকাইটের গুদাম

আর বিরল রঙের এক পোশাক।

আর ছিল দয়ালু ছোট্ট রাজকুমারী,

সে খুব মিষ্টি মেয়ে ছিলো

ঠিক তোমার মতো,

মার্গারিটা।

একদিন বিকেলে ছোট্ট রাজকন্যা

একটি তারা দেখতে পেলো

রাজকুমারী তো খুব খুশি হয়ে গেলো

তাই সে এটি নিতে চাইল।

সেই তারা দিয়ে রাজকন্যা

একটি ব্রোচ তৈরি করতে চাইল

তাতে থাকবে শ্লোক, মুক্তা

একটি পালক এবং ফুল।

এই মিষ্টি রাজকুমারী ছিলো

ঠিক তোমার মতো

লিলিফুল ছিঁড়ে, গোলাপ তোলে

তারাফুল কাটে- মেয়েরা যা করে আরকি!

তারপর রাজকন্যা চলে গেলো

আকাশের নিচে, সমুদ্রের ওপরে

উজ্জ্বল তারা বাছাই করতে

যেটি তাকে বিস্মিত করেছিল।

সে তার পথ ধরে এগিয়ে গেলো

চাঁদের কাছে এবং বাইরে

কিন্তু রাজকন্যা এসব করেছিল

বাবার অনুমতি ছাড়াই।

যখন সে প্রভুর বাগান থেকে

আবার ফিরো এলো

সে তারার আলোয় ঘেরা ছিল

ঠিক যেন প্রভুর কোমল উজ্জ্বলতা।

তখন রাজা বলেন, ‘এটা তুমি কী করলে?

তোমাকে কত খুঁজেছি, কিন্তু পাইনি

তোমার বুকের মধ্যে ওটা কী!

এতো উজ্জ্বল দেখাচ্ছে কেন?’

ছোট্ট রাজকন্যা মিথ্যা বলেনি

তখন সে সত্যটাই বলল,

‘আমি তারা আনতে গিয়েছিলাম,

আাকাশের নীলের মধ্যে।’

রাজা চিৎকার করলেন, ‘আমি কি তোমাকে বলিনি

তুমি কখনও নীল আকাশ স্পর্শ করবে না?

এটা পাগলামি! এটা তুমি কেন করেছো!

প্রভু অনেক রেগে যাবেন।’

রাজকন্যা বলল, ‘আমি এটি করতে চাইনি-

আমি শুধু সেখানে গিয়েছিলাম, কিন্তু কেন তা জানি না

ঢেউয়ের ওপর দিয়ে, বাতাসের ওপারে

আমি তারার কাছে গিয়ে এটা বাছাই করে এনেছি।’

রাজা এবার রেগে গিয়ে বললেন,

‘তোমাকে শাস্তি পেতে হবে।

আকাশে ফিরে যাও এবং যা চুরি করেছো

তা ফেরত দিয়ে এসো।’

তখন ছোট্ট রাজকন্যার মন খারাপ হলো

সে মিষ্টি আলোর দিকে তাকিয়ে আছে

সেখানে মিষ্টি রাজকন্যার পাশে

প্রভু যিশু দাঁড়িয়ে ছিলেন।

তারপর তিনি বললেন, ‘ওটা আমারই ক্ষেত

আমি তাকে ওটা দিয়েছি

ওগুলো আমার, শিশুদের জন্য-

শিশুরা যখন স্বপ্ন দেখে

ওরা আমাকে নিয়ে ভাবে।’

 রাজা উজ্জ্বল পোশাক পরলেন

তারপর চারশো হাতি নিয়ে

সমুদ্রের তীরে

প্যারেড শুরু করলেন।

মিষ্টি রাজকন্যা এখন খুশি

কারণ তার ব্রোচ আছে

তাতে তারার সঙ্গে শ্লোক,

মুক্তা, পালক ও চকচকে ফুল আছে।

মার্গারিটা, সমুদ্র কতো সুন্দর

আর বাতাস

লেবু ফুলের সুবাস বয়ে আনে;

ঠিক যেন তোমার শ্বাস-প্রশ্বাস।

যেহেতু তুমি আমার কাছ থেকে দূরে থাকবে,

সত্যের সঙ্গে থেকো

তাই তোমাকে এই গল্প বলতে চেয়েছিলাম।

কিডজ ম্যাগাজিনে বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনি, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি, সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না!