৩৩তম বছরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতি পাঠাগার
কিডস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Mar 2021 11:52 PM BdST Updated: 03 Mar 2021 11:52 PM BdST
শিশু-কিশোরদের নিয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে নিজেদের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ‘শহীদ বুদ্ধিজীবী স্মৃতি পাঠাগার’।
মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ের নাখালপাড়ায় অবস্থিত পাঠাগারটিতে এ উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানান তারা।
অনুষ্ঠানে পাঠাগারের শিশু-কিশোররা নাচ-গান-কবিতা আবৃত্তিসহ নানা আয়োজনে অংশ নেয়। এছাড়া এদিন পাঠাগারের প্রাক্তন ও বর্তমান সদস্যসহ শুভানুধ্যায়ীদের মিষ্টিসহ নানা খাবার দিয়ে আপ্যায়ন করা হয়।

পাঠাগারের সদস্য সাদমান নওশাদের উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে পাঠাগারের শিশু-কিশোররা একক ও দলীয় নাচ, গান, কবিতা আবৃত্তি পরিবেশন করে। পাঠাগারের বিদ্যালয় পর্যায়ের সদস্যরা মঞ্চস্থ করে সুকুমার রায়ের ‘অবাক জলপান’ নাটিকাটি। এতে অভিনয় করে- লোকমান, স্বাধীন, আরিফ, জয়, অদিতি, জুঁই ও রাজীব।
কিডস পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনী, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি, সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com। সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না! |
ট্যাগ :
সাম্প্রতিক খবর
সর্বাধিক পঠিত
- টিকটিকির টিক্ টিক্
- মানুষের মাংস পিঁপড়ার পছন্দ
- এ পি জে আবদুল কালামের ৩০টি অমিয় বাণী
- জালাল উদ্দিন রুমির ৩০টি অমিয় পংক্তি
- জয়নুলের ‘দুর্ভিক্ষের চিত্রমালা’
- শিশুর হঠাৎ জ্বর, ওমিক্রন হলেও দুশ্চিন্তা নেই
- একটি ভূতের গল্প লেখার পরের ঘটনা
- চারটি মজার গল্প
- ঝড়ের দিনে আম কুড়ানো
- বঙ্গবন্ধুর বাংলা জন্ম তারিখ কি আমরা জানি!