পাখির নাচে নদীর ঢেউ, দেখতে পারে কেউ কেউ

খালেদ হোসাইনবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Dec 2020, 07:06 AM
Updated : 4 Dec 2020, 07:10 AM

ওই দেখা যায় জিগার গাছ

ওই দেখা যায় জিগার গাছ

জিগার গাছে পাখির নাচ।

পাখির নাচে নদীর ঢেউ

দেখতে পারে কেউ কেউ।

কেউ কেউ তা দেখে না

কাব্য তারা লেখে না।

সইকে দিলাম ফুল-বাতাসা

সইকে দিলাম ফুল-বাতাসা

সইকে দিলাম মালা

সইকে দিলাম খোঁপা বেঁধে

তার যে যাবার পালা।

সই যে যাবে অনেক দূর

বাজবে তখন সানাই-সুর।

ফুল ফুটেছে ঝুমকো জবা

ফুল ফুটেছে ঝুমকো জবা

প্রজাপতি করছে সভা।

কোন ফুলে কে গন্ধ নেবে

সময় গড়ায় ভেবে ভেবে।

মিষ্টি কিন্তু খাবার না

তেলা মাথায় তেল দিও

ন্যাড়া মাথায় বেল দিও

না-হলে নারকেল দিও

দেখতে হবে, হেলদি ও!

জ্বাল দিলে দুধ ঘি হবে

জ্বাল দিলে জল কী হবে?

বাষ্প হবে মেঘ হবে

বাতাসে খুব বেগ হবে।

মেঘ থেকে হয় বিষ্টি

আবহাওয়া মিষ্টি।

বিষ্টি কিন্তু খাবার না

হাত বাড়িয়ে চাবার না

হাত বাড়ালে ভিজবে হাত

টের পাবে তা অকস্মাৎ।

টের পেলে পর কী হবে?

আবারো বিষ্টি হবে।

মুড়ির সঙ্গে ঘি মাখাও

আর নারকেল-কিমা খাও।

বিষ্টি হলে হোক গে

এ আনন্দযজ্ঞে।

কিডস পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনী, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি, সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com। সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না!