ঢেউতোলা এক নদীর কাছে
অনাবিল রোদ্দুর, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Jul 2020 04:59 PM BdST Updated: 08 Jul 2020 05:00 PM BdST
-
আঁকা: অনাবিল রোদ্দুর
নদী ভাই, নদী ভাই,
কি নাম তোমার বলো তাই
নদী বলে, আমার নাম পদ্মা।
নদী ভাই, নদী ভাই,
তোমার ওখানে কত মাছ থাকে
বলো তাই।
নদী বলে, আমার কাছে থাকে অনেক মাছ।
আমার পাড়ে আছে বেশ গাছ।
নদী ভাই, নদী ভাই,
তোমর উপর দিয়ে যখন যায় নৌকা
তোমার তখন লাগে কেমন, বলো তাই।
নদী বলে, নৌকা গেলে ভালো লাগে আমার।
নৌকা যাওয়ার পর বৃষ্টি হয় কালো মেঘে।
সাবধানে থেকো নদী ভাই,
নদী বলে, আমি এখন একটু দূরে বেড়াতে যাই।
লেখক পরিচিতি :শিক্ষার্থী, তৃতীয় শ্রেণি, নালন্দা উচ্চ বিদ্যালয়
কিডস পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনী, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি, সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com। সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না! |
ট্যাগ :
সাম্প্রতিক খবর