কন্যার জন্য ছড়া

রেহমান আনিসবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 May 2020, 06:18 AM
Updated : 8 May 2020, 06:18 AM

বাবার ছুটি

কন্যা আমার শিখছে বুলি

ডাকছে আব্বাজান

বলছি ওরে লক্ষ্মীসোনা

থ্যাংক ইউ আম্মাজান।

বাবা আমি অ আ পড়ি

আঁকতে পারি ছবি

বলছি মা রে বই পড়ে তুই

অনেক বড় হবি।

বাবা আমি ছড়া পারি

শুনবে নাকি তুমি

না শুনে আজ কেমনে থাকি

ধন্য ওরে আমি।

‘আতা গাছে তোতা পাখি

ডালিম গাছে মৌ

এতো ডাকি তবু কথা

কও না কেন বউ?’

হৃদয় আমার সিক্ত হলো

রিক্ত হলো মন

আদরের ধন কন্যা আমার

শীতল করলো প্রাণ।

জানো বাবা, নুপূর পায়ে

নাচতে পারি খুবই

বাহ্ বাবা, দেখতে তবে

আসতে হবে আজই।

আচ্ছা বাবা এবার বলো

আসবে কবে তুমি

অফিস যেদিন দিবে ছুটি

ফিরবো সেদিন আমি।

বাবার জন্য

গন্ধরাজে বাগ ছেয়েছে

গন্ধে হৃদয় উঠছে মেতে

ফুটছে বকুল নয়ন তারা

সন্ধ্যা তারা উঠছে চেতে।

বাবার জন্য রাখছি সেরে

বফুল ফুলের মালা গেঁথে

এবার যখন আসবে ফিরে

রাখব তাঁকে মালায় বেঁধে।

লেখক পরিচিতি: লেখালেখির সঙ্গে সম্পৃক্ত। পেশায় তিনি জাতীয় রাজস্ব বোর্ডের অধীন শুল্ক অনুবিভাগের একজন কর্মকর্তা

কিডস পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনী, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি,সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা  kidz@bdnews24.com। সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না!