বইমেলায় রেবেকা ইসলামের ‘গাবলু মামা’

বই: গাবলু মামা, ধরণ: গল্প, লেখক: রেবেকা ইসলাম, প্রচ্ছদ ও অলংকরণ: রজত, প্রকাশক: বাংলাপ্রকাশ, স্টল: প্যাভিলিয়ন নম্বর ২৩, মূল্য: ১০০ টাকা

কিডস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Feb 2020, 05:19 AM
Updated : 25 Feb 2020, 05:19 AM

বাবা-মায়ের দেওয়া ‘গাবলু’ নামটি পছন্দ না হওয়ায় নিজের নাম পরিবর্তন করে ‘গালিব খান’ রাখেন বেকার গাবলু মামা। মামা ভেবেছিলেন এতে তার চাকরি পাওয়া সহজ হবে, কিন্তু ঘটনা অন্যদিকে মোড় নেয়। হাস্যরস আর মজার সংলাপে ভরা শিশু-কিশোরদের জন্য রঙিন ছবিতে ভরপুর এ বই।

লেখক পরিচিতি: রেবেকা ইসলাম একজন কবি, ছড়াকার ও শিশুসাহিত্যিক। পেশা শিক্ষকতা। শিশু-কিশোরদের জন্য লেখা তার বইগুলো হল- ‘খোকার ছড়া খুকুর ছড়া’, ‘তিন বন্ধু ও হরিণের গল্প’, ‘ছড়ায় ছড়ায় ভূতের গল্প’ ও ‘মনটা আমার যায় হারিয়ে’। এবছর প্রকাশিত হয়েছে আরও একটি বই  ‘সমকালীন ছড়া’।

কিডস পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনী, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি,সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com। সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না!