ভূত মানেটা কী

লামিয়া তাবাসসুমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2019, 05:06 AM
Updated : 1 Oct 2019, 05:30 AM

সবাই বলে ভূত আছে

ভূত মানেটা কী?

আসল ভূতের মানে হলো

কল্প জোনাকি

ভূত যদি থেকেই থাকে

দেখি নাতো কখনোই

ছোটবেলার ইচ্ছে ছিল

দেখবো আমি ভূত,

এখন আমি জানতে পারলাম

ভূত আসলে কল্পনার পুত!

রাতের বেলায় থাকে ভূত মানুষের দেশে

দিন হলেই ছুটে বেলায়

নিজের দেশে।

লামিয়া তাবাসসুমের হাতে লেখা ছড়া

লামিয়া তাবাসসুম

 

লেখক পরিচিতি: শিক্ষার্থী, তৃতীয় শ্রেণি, মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, ঢাকা

কিডস পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনী, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি, সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com। সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না!