মা বলেছে পড়তে বসো

শামীম হাসনাইনবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2019, 09:32 AM
Updated : 28 May 2019, 09:32 AM

এক যে আছে ছোট্ট খোকা

দুরন্ত আর দস্যি

সকাল সন্ধ্যা খেলছে খেলা

ক্লান্তি যেনো নস্যি।

প্রজাপতির পাখার মতো

খোকা দুহাত তুলে

উঠোন জুড়ে ছুটে বেড়ায়

নাওয়া খাওয়া ভুলে।

পুকুর জলে দাপিয়ে বেড়ায়

সারা দুপুরবেলা

জলের সাথে মাছের সাথে

খেলে মজার খেলা।

বিকেলবেলা ছুটছে খোকা

তেপান্তরের বাঁকে

মাঠের হাওয়া, বনের সবুজ

খোকা খোকা ডাকে।

সন্ধ্যে হলেই ফিরবে খোকা

বসবে খুলে বই

খোকার মনে খুশির জোয়ার

আনন্দ থৈ থৈ।

সেদিন রাতে পড়তে বসে

যেই খুলেছি বই

চোখ পাকিয়ে বইয়ের পাতা

পাশে রাখা কলম খাতা

করল শুরু ছুটোছুটি, গোলমাল হৈ চৈ।

আমি বলি হচ্ছে একি!

আমার সাথে আজ

মা বলেছে, বলল তারা

আমি নাকি খুব বেয়ারা

ডর-ভয় আর নেই তো আমার লাজ।

আচ্ছা আমি এখন থেকে

হবো মায়ের লক্ষ্মী ছেলে

ঘুরব না আর সারাবেলা

খেলব শুধু বিকেলবেলা

কল্পলোকের গল্প যত শুনব সুযোগ পেলে।

কিডস পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনী, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি, সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com । সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না!