মাঝেমধ্যে মনে হয় আগের দিনগুলোই ভালো ছিল।
Published : 21 Jan 2025, 08:18 PM
আমার দিন শুরু হয় সকাল সকাল। ঘুম থেকে উঠে নাশতা শেষ করে সাড়ে সাতটার দিকে স্কুলের জন্য বের হই।
স্কুল শেষ হয় দুপুরে। বাসায় ফিরে খাওয়া-দাওয়া শেষ করতে করতে আড়াইটার মত বেজে যায়। খাওয়ার পর বিশ্রাম বা ভাতঘুমের জন্য খুব একটা সময় পাই না। কারণ কিছুক্ষণ বাদেই গৃহশিক্ষক চলে আসেন পড়ানোর জন্য। তিনি আমাকে বিকাল পাঁচটা পর্যন্ত পড়ান।
যেহেতু দিনের দৈর্ঘ্য এখন কম, তাই সন্ধ্যা হয়ে যায় খুব দ্রুতই। সন্ধ্যা নেমে এলে হালকা কিছু খেয়ে আবার পড়তে বসি। এরপর পড়াশোনা শেষ করে, রাতে খাবার সেরে ঘুমাতে যাই রাত ১১টার দিকে।
বর্তমানে বেশিরভাগ দিনগুলো আমার এভাবেই কাটছে। মাঝেমধ্যে মনে হয় আগের দিনগুলোই ভালো ছিল। নিজের জন্য সময় বের করতে তখন এত বেগ পেতে হয়নি।
সামনের বছর আমার এসএসসি পরীক্ষা। সেই পরীক্ষার সিলেবাস আমাদেরকে এক বছরের মধ্যে শেষ করতে হবে বলে সরকারের তরফ থেকে সিদ্ধান্ত এসেছে। তাই পড়াশোনাকে হেলা করারও সুযোগ নেই।
সবকিছুই বুঝতে পারি, তবুও কখনো কখনো খুবই বিরক্ত হই। নিজেকে রোবটও মনে হয়। তবে আমি মনে করি জীবনে চলার পথে কিছুটা বৈচিত্র্য নিয়ে আসলে সময়টা উপভোগ করা সম্ভব। এছাড়া এরকম যেকোনো চাপকেই সামাল দেওয়া সম্ভব।
প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: ঢাকা।