আটকদের মধ্যে ১৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ২৫ জনকে জরিমানা করা হয়েছে।
Published : 28 Feb 2024, 05:22 PM
রাজধানীর সরকারি চারটি হাসপাতালে অভিযান চালিয়ে রোগী ভাগিয়ে নেওয়ার অভিযোগে ৩৮ দালালকে আটক করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
এর মধ্যে থেকে ১৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ২৫ জনকে জরিমানা করা হয়েছে।
বুধবার সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত এই অভিযান চলে।
র্যাব-২ এর উপ-অধিনায়ক মেজর নাজমুল্লাহিল ওয়াদুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দালালরা এসব সরকারি হাসপাতাল থেকে কমিশনে আশপাশের ক্লিনিকে রোগী ভাগিয়ে নিত।
“রোগী ভাগিয়ে নেওয়ার সময় সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে ১৮ জন, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে ১৫, আগারগাঁওয়ের শিশু হাসপাতাল থেকে ৪ ও পঙ্গু হাসপাতাল থেকে একজনকে আটক করা হয়।”
“পরে র্যাবের ম্যাজিস্ট্রেট ১৩ জনকে সাতদিন থেকে শুরু করে সর্বোচ্চ এক মাসের কারাদণ্ড দেন আর বাকি ২৫ জনকে বিভিন্ন পরিমাণ জরিমানা করেন,” বলেন র্যাবের এই কর্মকর্তা।
মেজর নাজমুল্লাহিল ওয়াদুদ বলেন, “এসব সরকারি হাসপাতালে রোগী আসামাত্রই দালালরা তাদের পিছু নেয় এবং রোগী ও স্বজনকে বিভ্রান্তি করে আশপাশের ক্লিনিকে নিয়ে যায়।
“সরকারি হাসপাতালগুলোয় আরেক দালালচক্র থাকে। তারা চিকিৎসকের কক্ষ থেকে রোগী বের হলে তাদেরকে ঘিরে ধরে এবং চিকিৎসার ব্যবস্থাপত্র তার কাছ থেকে নিয়ে জোর করে ছবি তুলে নেয়।
“পরে তারা সংশ্লিষ্ট চিকিৎসককে তাদের চুক্তিভিত্তিক ওষুধ কোম্পানির ওষুধ লিখতে প্রভাবিত করে।”