উপাচার্য অধ্যাপক চিকিৎসক মো. সায়েদুর রহমান প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বিশেষ সহকারী হিসাবে নিয়োগ পাওয়ায় শাহিনুল আলম ‘অস্থায়ীভাবে’ প্রতিষ্ঠানটির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
Published : 04 Dec 2024, 04:15 PM
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্যের (ভিসি) দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক মো. শাহিনুল আলম।
উপাচার্য অধ্যাপক মো. সায়েদুর রহমান প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বিশেষ সহকারী হিসাবে নিয়োগ পাওয়ায় শাহিনুল আলম ‘অস্থায়ীভাবে’ প্রতিষ্ঠানটির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
বুধবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা অনুবিভাগের উপসচিব মোহাম্মদ কামাল হোসেন এ তথ্য জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উপাচার্য অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বিশেষ সহকারী হিসাবে নিয়োগ দেওয়ায় গত ১০ নভেম্বর থেকে বিএসএমএমইউয়ের ভিসির পদটি শূন্য হয়ে গিয়েছিল। তাই উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অস্থায়ীভাবে উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছে।
“এটি পূর্ণ নিয়োগ নয়, অস্থায়ীভাবে ভিসির দায়িত্বভার জ্যেষ্ঠ উপ-উপাচার্যকে অর্পণ করা হয়েছে।”
এর আগে বুধবার উপসচিব কামাল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন ১৯৯৮’ এর ‘১৩ ধারা’ অনুযায়ী উপাচার্যের পদ শূন্য থাকায় উপ-উপাচার্যদের মধ্যে থেকে জ্যেষ্ঠ অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএসএমএমইউয়ের অস্থায়ী উপাচার্য হিসাবে দায়িত্ব পালন করবেন।