যুক্তরাষ্ট্রে অ্যালকোহল গ্রহণের যে সীমা রয়েছে, সেটিও পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন দেশটির সার্জন জেনারেল।
Published : 04 Jan 2025, 08:54 AM
অ্যালকোহল পানে ব্রেস্ট, কোলন ও লিভারসহ অন্তত সাত রকমের ক্যান্সারের ঝুঁকি বাড়ার তথ্য দিয়ে অ্যালকোহলযুক্ত পানীয়র বোতলের গায়ে সতর্কতা লেবেল জুড়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের সার্জন জেনারেল বিবেক মূর্তি।
তিনি বলছেন, বেশিরভাগ মার্কিন নাগরিক বিষয়টি নিয়ে সচেতন নন। সে কারণে অ্যালকোহলযুক্ত পানীয়গুলোতে ক্যান্সারের ঝুঁকির বার্তা লাগানো উচিত।
রয়টার্স লিখেছে, সার্জন জেনারেলের এই পরামর্শ হয়ত অ্যালকোহল নিয়ন্ত্রণে কড়াকড়ি বাড়ানোর ইঙ্গিত দিচ্ছে।
যুক্তরাষ্ট্রে অ্যালকোহল গ্রহণের যে সীমা রয়েছে, সেটিও পুনর্মূল্যায়ন করার আহ্বান জানিয়েছেন বিবেক মূর্তি। যাতে লোকজন কতুটুকু অ্যালকোহল পান করবে সেই সিদ্ধান্ত নেওয়ার সময় ক্যান্সারের ঝুঁকির বিষয়টিও মাথায় রাখে।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য দপ্তরের বিদ্যমান নির্দেশিকায় পুরুষদের বেলায় পানের পরিমাণ দিনে দুটি (একটি মানে ১৪ গ্রাম অ্যালকোহল) এবং নারীদের বেলায় একটির মধ্যে সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া রয়েছে।
নতুন গবেষণার তথ্য তুলে ধরে মূর্তির অফিস এক বিবৃতিতে বলেছে, তামাক ও স্থুলতার পর অ্যালকোহল পান হল ক্যান্সারের তৃতীয় প্রধান অথচ প্রতিরোধযোগ্য কারণ। এক্ষেত্রে কে কোন ধরনের অ্যালকোহল পান করছে সেটি বিষয় নয়।
যুক্তরাষ্ট্রে অ্যালকোহলযুক্ত ড্রিংকসের প্যাকেজিংয়ে বিভিন্ন স্বাস্থ্য সতর্কতার বার্তা জুড়ে দেওয়া থাকে। গর্ভাবস্থায় অ্যালকোহল পানে শিশুর ক্ষতি হতে পারে, এমন বার্তা দিলেও তা প্যাকেজিংয়ের পেছনে ছোট করে দেওয়া থাকে।
১৯৮৮ সালের পর থেকে সেই লেবেল পরিবর্তন হয়নি। চিকিৎসক মূর্তির পরামর্শ, এই লেবেল পরিবর্তন করা উচিত।
গবেষণার তথ্য বলছে, প্রতিবছর যুক্তরাষ্ট্রে এক লাখ মানুষের ক্যান্সারের কারণ অ্যালকোহল। বছরে ২০ হাজার মানুষ বিভিন্ন ক্যান্সারে মারা যাচ্ছে, যার মধ্যে সাড়ে ১৩ হাজারের বেশি মৃত্যুর পেছনে রয়েছে অ্যালকোহল পান।