ডেঙ্গু: এক মাসে সবচেয়ে কম রোগী হাসপাতালে

ডেঙ্গুতে মৃত্যুর মিছিল এখনও না থামলেও এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির হার বেশ কমেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2019, 01:27 PM
Updated : 28 August 2019, 01:31 PM

বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় যত রোগী ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, সেই সংখ্যাটি গত এক মাসে সবচেয়ে কম।

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআরের হিসাব অনুয়ায়ী, বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ১৫৭ জন ডেঙ্গু নিয়ে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর মধ্যে রাজধানীর হাসপাতালে রোগী ভর্তি হয়েছেন ৫৫১ জন এবং ঢাকা বাদে সারাদেশে ৬০৬ জন।

৩০ দিন আগে ৩০ জুলাই ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা ছিল ১ হাজার ৩৮২ জন। তারপর মাসজুড়ে বুধবারই রোগী ভর্তির সংখ্যা ছিল সবচেয়ে কম। তার আগের সর্বনিম্ন সংখ্যাটি ছিল গত ২৪ অগাস্ট ১ হাজার ১৭৯ জন।

এই ৩০ দিনের মধ্যে ৭ অগাস্ট সর্বোচ্চ ২ হাজার ৪২৮ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছিলেন ডেঙ্গু জ্বর নিয়ে।

গত ২১ অগাস্ট থেকে হাসপাতালে ভর্তি হওয়া নতুন ডেঙ্গু রোগীর সংখ্যা কমতে থাকে।  সেদিন ১ হাজার ৬২৬ জন হাসপাতালে ভর্তি হন।

এরপর ২২ অগাস্ট ভর্তি হন ১৫৯৭ জন, ২৩ অগাস্ট ১৪৪৬ জন, ২৪ অগাস্ট ১১৭৯ জন। ২৫ অগাস্ট রোগীর সংখ্যা বেড়ে ১২৯৯ জনে উঠলেও তার পরদিন আবার কমে আসে ১২৫১ জনে। গত মঙ্গলবার ১ হাজার ২৯৯ জন ভর্তি হন।

এবছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা আগের রেকর্ড ছাড়িয়েছে । বিভিন্ন হাসপাতাল থেকে ডেঙ্গু আক্রান্ত ১৮৭ জনের মৃত্যুর তথ্য পেয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।  এর মধ্যে গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে।  

তবে স্বাস্থ্য অধিদপ্তর ৮৮ জনের ‘ডেথ রিভিউ’য়ের পর ৫২ জনের ডেঙ্গুতে মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। তাদের কাছে মোট ১৭৭টি মৃত্যুর তথ্য এসেছে।

আইইডিসিআরের হিসাব অনুয়ায়ী, বছরের শুরু থেকে এ পর্যন্ত সারা দেশে ৬৭ হাজার ২২১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে ৯২ শতাংশ সুস্থ হয়ে ইতোমধ্যে বাড়ি ফিরে গেছেন।

বুধবার নাগাদ দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৫ হাজার ২২২ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৮৮২ জন। আর ২ হাজার ৩৪০ জন ভর্তি আছেন রাজধানীর বাইরে বিভিন্ন হাসপাতালে।   

মঙ্গলবার সারাদেশে ৫ হাজার ৩২২ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি ছিলেন। গত সোমবার ছিলেন ৫ হাজার ৫৬২ জন, রোববার ছিলেন ৫ হাজার ৯৪০ জন, শনিবার ছিলেন ৬ হাজার ২৮৯ জন।

অর্থাৎ হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা প্রতিদিনিই কমছে।