এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৭ হাজার ১২৭ জনে।
Published : 14 Nov 2024, 09:50 PM
বাংলাদেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১০৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন; এই সময়ে মশাবাহিত এ রোগে মৃত্যু হয়েছে আরো ৫ জনের।
তাতে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৭ হাজার ১২৭ জনে। তাদের মধ্যে ৩৮৪ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৪১৫ জন, ঢাকা বিভাগে ২৪৩ জন, ময়মনসিংহে ৩৫ জন, চট্টগ্রামে ১১৭ জন, খুলনায় ১২১ জন, রাজশাহী বিভাগে ৬৯ জন, রংপুর বিভাগে ২২ জন, বরিশাল বিভাগে ৮১ জন এবং সিলেট বিভাগে ৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত একদিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ২ জন বরিশাল বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা বিভাগ এবং ময়মনসিংহ বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন করে মোট তিনজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, বৃহস্পতিবার পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৭২ হাজার ৫৯৫ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৪১৪৯ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ১৮৪১ জন; আর ২৩০৮ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি।
এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ৪৫ হাজার ৬৭১ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১ হাজার ৪৫৭ জন।
এ বছর সবচেয়ে বেশি ৩০ হাজার ৮৭৯ জন রোগী ভর্তি হয়েছে অক্টোবর মাসে, মৃত্যু হয়েছে ১৩৫ জনের। আর নভেম্বরের প্রথম ১৪ দিনে ১৫ হাজার ৩১০ জন রোগী ভর্তি হয়েছে, মৃত্যু হয়েছে ৮১ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।