ডেঙ্গুতে চলতি বছরের এ পর্যন্ত ৪৮২ জনের মৃত্যু হয়েছে।
Published : 28 Nov 2024, 06:41 PM
এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে গত এক দিনে সাতজনের প্রাণ গেছে, নতুন আক্রান্ত ৮৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯০ হাজার ৪৪০ জনে। আর মোট মৃত্যু প্রাণহানি হয়েছে ৪৮২ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার যে সাতজন মারা গেছেন, তাদের মধ্যে ঢাকা বিভাগে দুইজন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে দুইজন চিকিৎসাধীন ছিলেন।
এ ছাড়া বরিশাল বিভাগ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং খুলনা সিটি করপোরেশন এলাকার হাসপাতালে একজন করে মোট তিনজনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ৩০০ জন, ঢাকা বিভাগে ২০৭ জন, ময়মনসিংহে ১৮ জন, চট্টগ্রামে ৮৫ জন, খুলনায় ১০৯ জন, রাজশাহী বিভাগে ৩২ জন, রংপুর বিভাগে ১০ জন, বরিশাল বিভাগে ৭২ জন এবং সিলেট বিভাগের হাসপাতালে চারজন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি আছেন ৩ হাজার ২৬৫ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ১ হাজার ২৮৯ জন; আর ১ হাজার ৯৭৬ ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।
এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ৫৪ হাজার ২৮৯ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬ হাজার ১৫১ জন।
এ বছর সবচেয়ে বেশি ৩০ হাজার ৮৭৯ জন রোগী ভর্তি হয়েছে অক্টোবর মাসে, মৃত্যু হয়েছিল ১৩৫ জনের। নভেম্বরের ২৮ দিনে ২৮ হাজার ৬২৩ জন ভর্তি হয়েছেন, মৃত্যু হয়েছে ১৬৭ জনের। এক মাসে এটাই সর্বোচ্চ মৃত্যু।
জানুয়ারি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন, এর মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। ফেব্রুয়ারি মাসে হাসপাতালে ভর্তি হন ৩৩৯ জন, মৃত্যু হয়েছে তিনজনের। মার্চ মাসে আক্রান্ত হন ৩১১ জন, এর মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে। এপ্রিল মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০৪ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে দুইজনের। মে মাসে ৬৪৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, মৃত্যু হয়েছে ১২ জনের। জুন মাসে ৭৯৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, মৃত্যু হয়েছে আটজনের।
জুলাই মাসে ২ হাজার ৬৬৯ জন রোগী হাসপাতালে ভর্তি হন, তাদের মধ্যে ১২ জনের মৃত্যু হয়। অগাস্টে ৬ হাজার ৫২১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল, এর মধ্যে ২৭ জনের মৃত্যু হয়।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।