‘সুড়ঙ্গ’র টিজারে নিশো

অন্ধকার রাতে বিদ্যুৎ চমকানোর আওয়াজ। ধীর পায়ে এক বাড়িতে ঢুকছেন অভিনেতা আফরান নিশো। নির্জন ওই বাড়ির ভেতরে মেঝেতে খোঁড়া এক সুড়ঙ্গে ঢুকে পড়লেন অভিনেতা, প্রায় হামাগুড়ি দিয়ে এগিয়ে যাচ্ছেন সামনের দিকে। নিশোর প্রথম সিনেমা ‘সুড়ঙ্গ’ এর ফার্স্টলুক টিজারে মিলল এমন ‘রহস্যময়’ গল্পের হাতছানি। সংলাপহীন দেড় মিনিটের ওই টিজার শেষ হয় সুড়ঙ্গের ভেতরে নিশোকে দেখিয়ে। শেষে স্ক্রিনে লেখা ওঠে, ‘প্রেক্ষাগৃহে দেখা হচ্ছে ঈদুল আজহায়।’ নির্মাতা রায়হান রাফীর এই সিনেমার মহরত হয় গত ২৮ মার্চ।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 May 2023, 09:39 AM
Updated : 12 May 2023, 09:39 AM