বিউমন্টের এক পানশালায় গাইবার সময় মঞ্চের পেছনে পড়ে যান এই র্যাপার।
Published : 19 Jun 2023, 10:55 PM
গান গাইবার সময় মঞ্চ থেকে পড়ে মারা গেলেন মার্কিন র্যাপার বিগ পোকি, যার প্রকৃত নাম ‘মিল্টন পাওয়েল’।
মার্কিন সংবাদমাধ্যমে খবর এসেছে, শনিবার বিউমন্টের ‘পোর০৯’ পানশালায় ‘জুনটিন্থ-থিমড’ অনুষ্ঠানে গাইবার সময় মঞ্চের পেছনে পড়ে যান পোকি।
তার পরপরই তাকে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ৪৮ বছর বয়সী এই র্যাপার মারা যান বলে বিবিসি জানিয়েছে।
গায়ককে স্মরণ করে তার এজেন্ট এক বিবৃতিতে বলেছে, “পরিবার, বন্ধুবর্গ ও ভক্তদের প্রিয়জন ছিলেন পোকি। বিগ পোকি চিরকালই 'দ্য হার্ডেস্ট পিট ইন দ্য লিটার' হয়ে থাকবেন!”
দুর্ঘটনার একটি ভিডিওতে মাইক্রোফোন হাতে গান গাইবার সময় পোকিকে মঞ্চের পেছনে পড়ে যেতে দেখা গেছে।
বিউমন্ট পুলিশ পুরো ঘটনাটির তদন্ত করলেও তাদের পক্ষ থেকে এখনও মৃত্যুর কারণ প্রকাশ করা হয়নি।
পোকি হিউস্টনী শিল্পীদের দল ‘স্ক্রুড আপ ক্লিক’র প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে সর্বাধিক পরিচিত ছিলেন।
এই গায়ককে স্মরণ করে ইনস্টাগ্রামে র্যাপার বান বি লিখেছেন, “তাকে ভালোবাসা যতটা সহজ, ঘৃণা করা ততটাই কঠিন। পোকি সম্ভ্রম ও সম্মানের সাথেই চলে গেছেন।”