গোয়েন্দা সিরিজটির নেপথ্যে রয়েছে ১৯৫৪ সালের একটি বাস্তব ঘটনা।
Published : 28 Oct 2023, 08:15 AM
এবার একটু অন্যরকম অভিজ্ঞতা হতে চলেছে। কমেডি থেকে শুরু করে সিরিয়াস- সব ধরনের চরিত্রে দিব্যি উতরে গেছেন কলকাতার অভিনেত্রা রুদ্রনীল ঘোষ। এবার গোয়েন্দা চরিত্রে নতুন চ্যালেঞ্জ নিতে চলেছেন তিনি।
এর আগে অবশ্য ২০১৭ সালে অভিরূপ ঘোষ পরিচালিত ‘কে: দ্য সিক্রেট আই’ সিনেমায় গোয়েন্দা হিসেবে রুদ্রনীলকে পেয়েছিল দর্শক। খবর মিলেছে, এবার সায়ন্তন মুখার্জি পরিচালিত নতুন এক গোয়েন্দা সিরিজে নাম লিখিয়েছেন রুদ্রনীল।
চরিত্রটিকে কেন্দ্র করেই সিরিজটির পরিকল্পনা করেছেন নির্মাতা। কলকাতা পুলিশের অতীতের এক গোয়েন্দার কার্যকলাপকে মাথায় রেখে তৈরি হচ্ছে সিরিজ়ের কাহিনী। নেপথ্যে রয়েছে ১৯৫৪ সালের একটি বাস্তব ঘটনা।
যেহেতু বাস্তবের কোনও গোয়েন্দাকে নিয়ে বাংলায় তেমন একটা ছবি হয়নি। সেখানে এই সিরিজ়ে রুদ্রনীল বড় চমক বলেই মনে করছেন অনেকে।
তবে নতুন এই সিরিজের নাম এখনো চূড়ান্ত হয়নি। অন্যান্য কাস্টিং নিয়েও চলছে কথাবার্তা। শোনা যাচ্ছে, নির্মাতারা পূজার আগেই শুটিং শুরু করবেন। সংবাদ সূত্র: আনন্দবাজার
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)