‘সাদাঘোড়া’ শিরোনামের গানটি আগামী ২৮ অক্টোবর প্রকাশ পাবে।
Published : 25 Oct 2022, 05:09 PM
দীর্ঘ নয় বছর পর নতুন গান নিয়ে আসছে নব্বই দশকের শেষদিকে গড়ে ওঠা ব্যান্ড সংগীতের দল ‘সাবকনশাস’
‘সাদাঘোড়া’ শিরোনামের গানটি আগামী ২৮ অক্টোবর প্রকাশ পাবে বলে গ্লিটজকে জানিয়েছেন ব্যান্ডের ভোকালিস্ট জোহান আলমগীর। সর্বশেষ অ্যালবামটি এই ব্যান্ড দল প্রকাশ করেছিল ২০১৩ সালে।
জোহান বলেন, “এই গানটি (সাদাঘোড়া) নিয়ে আমাদের নবযাত্রা শুরু হচ্ছে। এরপর আরও অনেক গান প্রকাশ করব।”
‘সাদাঘোড়া’ গানের কথা লিখেছেন নাফিজুর রহমান। জোহানের নিজস্ব প্রযোজনা সংস্থা জে এ স্টুডিও থেকে ব্যান্ড এর নিজস্ব ইউটিউব চ্যানেল এবং কয়েকটি অনলাইন প্ল্যাটফর্মে গানটি প্রকাশিত হবে।
‘সাবকনশাসে’ জোহান ছাড়াও নতুন লাইনআপে আছেন লুকান, যিনি ড্রামস বাজান, বেজ গিটারে অন্তর। আরও আছেন সৈকত ও অসি।
১৯৯৮ সালে জোহান আর লুকান আলমগীর মিলে গড়ে তোলেন ‘সাবকনশাস’। শুরুতে তাদের পরিচিতি আসে টেলিভিশনের ব্যান্ড শোতে গান গেয়ে, আর কিছু স্টেজ শো করে। পরে একটি রিয়েলিটি শোতে সেরাদের তালিকায় স্থান করে নেন তারা।
জোহান জানান, ২০০২ সালে তাদের ‘মাটির দেহ’ অ্যালবামটি প্রকাশিত হয়। ২০০৪ সালে আসে ‘তারার মেলা’। এরপর দীর্ঘ বিরতি।
২০১৩ সালে ‘শিল্পের ঘর’ অ্যালবাম নিয়ে আবারও ‘সাবকনশাসের’ ফেরে শ্রোতাদের কাছে। কিন্তু এরপর কাজের ধারাবাহিকতা থাকেনি।
ছয় বছর পর ২০১৯ সালে আবারও ঘর গুছিয়ে নতুন করে নিজেদের গড়ে তোলেন তারা। ২০২১ সালে আয়োজিত ঢাকা রক ফেস্ট কনসার্টে ‘সাবকনশাস’কে ফের দেখা যায়।
আগামীর পরিকল্পনাও সাজিয়ে নিয়েছেন জানিয়ে জোহান বলেন, ২০২৩ সালে দলের পঁচিশ বছর পূর্তিতে আরও অনেক নতুন গান নিয়ে তারা হাজির হবেন।