তিন নারীর সিনেমা ‘মাদার টেরিজা অ্যান্ড মি’র পোস্টার প্রকাশ

অনুদানে নির্মিত ‘মাদার টেরিজা এন্ড মি’ হিন্দি ও ইংরেজি ভাষায় মুক্তি পেতে চলেছে শিগগিরই।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 April 2023, 05:54 AM
Updated : 18 April 2023, 05:54 AM

দরিদ্র্য ও আর্তের সেবায় জীবন বিলিয়ে দেওয়া মাদার টেরিজা এবং আরও দুই নারীর গল্প নিয়ে তৈরি সিনেমা ‘মাদার টেরিজা অ্যান্ড মি’র পোস্টার প্রকাশ হয়েছে।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এ সিনেমার অভিনেত্রী দীপ্তি নাভাল পোস্টারটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন, যা দারুণ প্রশংসিত হচ্ছে।

সিনেমায় টেরিজা হয়েছেন সুইস অভিনেত্রী জ্যাকলিন ফিতচি-কর্নাজ। আরও আছেন বনিতা সান্ধু, বিক্রম কোচার, হীর কৌর, ব্রায়ান লরেন্স, লীনা বৈশ্যসহ কয়েকজন।

‘মাদার টেরিজা অ্যান্ড মি’ পরিচালনা করেছেন কমল মুসলে, চিত্রনাট্য নির্মাতারই লেখা।

মুসলে দেখিয়েছেন টেরিজার ভারতে আসার শুরুর দিনগুলি কেমন ছিল। অর্থাৎ পঞ্চাশ দশকের প্রেক্ষাপট তুলে ধরেছেন নির্মাতা।

সেই সঙ্গে দেখা যাবে আজকের দিনে একজন ব্রিটিশ বংশোদ্ভূত নারী ভারতে এসেছেন কিছু প্রশ্নের উত্তর খুঁজতে। এই চরিত্রটি করেছেন বনিতা।

তিনি বলেন, “অনস্ক্রিন চরিত্রের সঙ্গে নিজের চরিত্রের মিল পেয়েছি। সে কারণেই আমি এই চরিত্রের প্রতি আগ্রহী হই। চরিত্রের জন্য আমি নিজেকে প্রস্তুত করেছি। প্রচুর রিহার্সাল করেছিল। আসলে প্রথমে এই চরিত্রটা আমার বেশ কঠিন বলেই মনে হয়েছিল।'”

অনুদানে নির্মিত সিনেমাটি হিন্দি ও ইংরেজি ভাষায় মুক্তি পেতে চলেছে শিগগিরই।