পাঞ্জাবি গায়ক ‘অমর সিংহ চমকিলা’কে নিয়ে তৈরি হয়েছে এই জীবনীচিত্র।
Published : 16 Apr 2024, 04:19 PM
হিন্দি সিনেমা ‘চমকিলা’ মুক্তি পেতেই নতুন করে আলোচনায় এসেছেন বলিউডি অভিনেত্রী পরিণীতি চোপড়া।
আনন্দবাজার লিখেছে, পাঞ্জাবি গায়ক অমর সিংহ চমকিলাকে নিয়ে তৈরি হয়েছে এই জীবনীচিত্র। ইমতিয়াজ় আলীর পরিচালনায় সিনেমাটি গত ১২ এপ্রিলে মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে।
আশির দশকে পঞ্জাবের জনপ্রিয় গায়ক ছিলেন অমর সিংহ ওরফে চমকিলা। মাত্র ২৭ বছর বয়সে এক ভরা আসরে আততায়ীদের হাতে খুন হন তিনি ও তার স্ত্রী। সিনেমায় গায়কের চরিত্রে অভিনয় করেছেন দিলজিৎ দোসাঞ্জ। আর তার স্ত্রী অমরজোৎ কউরের চরিত্রে দেখা গিয়েছে পরিণীতিকে।
সমালোচক থেকে দর্শক, সবারই প্রশংসা কুড়াচ্ছে এই ছবি। তবে অনেকেরই ধারণা, পরিণীতির যেন প্রত্যাবর্তন হয়েছে এই সিনেমার হাত ধরে।
এই সিনেমা মুক্তির আগে অনেকে বলছিলেন, ক্যারিয়ার প্রায় শেষ পরিণীতি। সিনেমা বা গান-কোথাওই সফল নন তিনি।
এই অভিনেত্রী বলেন, “হ্যাঁ আমি ফিরে এসেছি, আর কোথাও যাচ্ছি না। সবার প্রশংসা এবং সিনেমা নিয়ে রিভিউ পেয়ে আপ্লুত। কান্না থামছে না।”
এক সাক্ষাৎকারে পরিণীতা বলেছিলেন, এই সিনেমার তার কাজ করার অন্যতম কারণ হল, গান গাওয়ার সুযোগ ছিল।
বলিউডে পরিণীতি চোপড়ার অভিষেক হয়েছে প্রায় এক দশক আগে।
২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ‘লেডিস ভার্সেস রিকি বহল’ সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয় করতে দেখা যায় পরিণীতিকে। বক্স অফিসে এই সিনেমা তেমন ব্যবসা করতে পারেনি। তার ঠিক পরের বছরই ২০১২ সালে যশরাজ ফিল্মসের প্রযোজনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ইশকজ়াদে’। এই সিনেমায় মুখ্যচরিত্রে অভিনয়ের সুযোগ পান পরিণীতি। এরপর আসে পরিচিতি।