কনসার্টে উপস্থিত থাকবেন দেশের নন্দিত গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদ।
Published : 22 Oct 2023, 08:33 PM
দ্বিতীয়বারের মত রাজধানীতে হতে যাচ্ছে মেগা রক ইভেন্টের কনসার্ট ‘দ্য হাইব্রিড এক্সপেরিয়েন্স টু’। এতে গাইবেন নগরবাউল জেমসসহ দেশের জনপ্রিয় ব্যান্ডের তারকা শিল্পীরা।
‘সিনটিয়া এবং ফুল সার্কেল ক্রিয়েটিভস’র আয়োজনে আগামী ৫ অক্টোবর বসুন্ধরার আইসিসিবি নবরাত্রি হলে এই কনসার্ট বসছে।
ওইদিন বিকাল তিনটা থেকে রাত ১০টা পর্যন্ত জেমস ছাড়াও আর্টসেল, ক্রিপটিক ফেইট, অ্যাভোয়েডরাফা, বে অব বেঙ্গল, শার্পনেল মেথড, সোনার বাংলা সার্কাস, ক্যালিপ্সো, ক্রাঞ্চ মঞ্চে গান পারফর্ম করবেন।
আয়োজকরা জানিয়েছে, কনসার্টে উপস্থিত থাকবেন দেশের নন্দিত গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদ।
কনসার্টে প্রায় পাঁচ হাজার দর্শক সমাগমের প্রত্যাশা করছে আয়োজকরা।
জনপ্রিয় ব্যান্ডগুলোর বিখ্যাত সব গান দিয়ে ইভেন্টের লাইন-আপও সাজানো হয়েছে। কনসার্টের টিকেট বিক্রি হবে অনলাইনে এই ঠিকানায় www.getsetrock.com
এই কনসার্ট প্রথমবারের মত আয়োজন করা হয় ২০২২ সালে।
(প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল ১ অক্টোবর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)