অস্কারজয়ী অভিনেত্রী লুইজ ফ্লেচারের মৃত্যু

ফ্লেচারকে সবাই মনে রাখবে ‘ওয়ান ফ্লিউ ওভার দ্য কুকু'স নেস্ট’র জন্য।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Sept 2022, 01:35 PM
Updated : 24 Sept 2022, 01:35 PM

অস্কারজয়ী অভিনেত্রী লুইজ ফ্লেচার আর নেই।

৮৮ বছর বয়সে শনিবার তার মৃত্যু হয়েছে বলে বিবিসি জানিয়েছে।

৬ দশকের ক্যারিয়ারে অনেক সিনেমা ও টেলিভিশন অনুষ্ঠানে অভিনয় করলেও ফ্লেচারকে সবাই মনে রাখবে ‘ওয়ান ফ্লিউ ওভার দ্য কুকু'স নেস্ট’র জন্য।

১৯৭৫ সালে নির্মিত এই সিনেমায় নার্স র‌্যাচেডের চরিত্রে অসাধারণ অভিনয়ের স্বীকৃতিতে অস্কার জিতেছিলেন তিনি। সেবার সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা অভিনেতা এবং সেরা চিত্রনাট্যের পুরস্কারও জিতেছিল সিনেমাটি। 

বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই অভিনেত্রী দক্ষিণ ফ্রান্সে তার নিজের বাড়িতে মারা যান বলে তার এজেন্ট জানিয়েছে।

ফ্লেচারের অভিনয় জীবন শুরু ৫০ এর দশকে; তবে সন্তানদের বড় করার জন্য এক দশকেরও বেশি সময় বিরতি নিয়েছিলেন তিনি।

দীর্ঘদিন অভিনয় করলেও ‘ওয়ান ফ্লিউ ওভার দ্য কুকু'স নেস্ট’র মতো উঁচুতে আর কখনও ওঠেনি ফ্লেচারের ক্যারিয়ারের গ্রাফ।

সিনেমাটির দৃশ্যগ্রহণ হয়েছিল যুক্তরাষ্ট্রের ওরেগনের একটি মানসিক হাসপাতালে। সিনেমাটির আবেদনের কেন্দ্রবিন্দু ছিল নিষ্ঠুর এবং হিসেবী নার্স র‌্যাচেড, যিনি ছিলেন প্রাতিষ্ঠানিক কর্তৃত্বের একটি ভযোনক প্রতীক। এই সিনেমায় জ্যাক নিকলসনও ছিলেন।

ফ্লেচার ১৯৬০ সালে প্রযোজক জেরি বিককে বিয়ে করেন। ১৯৭৭ সালে তাদের বিচ্ছেদ হয়। তাদের জন ও অ্যান্ড্রু নামে দুছেলে রয়েছে।

বিবিসি জানিয়েছে, মৃত্যুর পর সাবেক সহকর্মী ও ভক্তরা অভিনেত্রীকে শেষ শ্রদ্ধা জানিয়ে বলেছেন, তিনি ছিলেন ‘পরম মহান’।

বধির আমেরিকান অভিনেত্রী মার্লি ম্যাটলিন টুইটারে লিখেছেন, একজন মেধাবী অভিনেত্রী ছিলেন ফ্লেচার।

স্টার ট্রেক : ডিপ স্পেস নাইন’র লেখক রবার্ট হিউইট উলফ বলেছেন: লুইজ ফ্লেচারের জন্য লিখতে পারা সম্মান এবং আনন্দের বিষয় ছিল, তিনি একজন বিশাল প্রতিভা এবং অদম্য অভিনেত্রী ছিলেন।