সাহিত্যের সবচেয়ে বিখ্যাত এবং সবচেয়ে উদ্ভট চকলেট ইমপ্রেসারিও নিয়ে জিন ওয়াইল্ডার ‘উইলি ওয়ানকা অ্যান্ড চকলেট ফ্যাক্টরি’তে এবং ‘চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি’তে জনি ডেপ অভিনয় করেছেন। এবার রোয়াল্ড ডালের মূল গল্পে তরুণ ওয়ানকার ভূমিকায় অভিনয় করবেন টিমোথি চালামেট। মঙ্গলবার সিনেমার একটি ট্রেইলার প্রকাশ হয়েছে। প্রায় আড়াই মিনিটের এই ট্রেইলারটি প্রাণবন্ত রঙ ও কল্পনিক দৃশ্যের মধ্যদিয়ে দর্শকদের কল্পনার রাজ্যে নিয়ে যায়। যেখানে উইলি ওয়ানকা চকোলেট কারখানা তৈরির উদ্যোগ নেন এবং পরিস্থিতি সামাল দিতে নিজের জাদুর ব্যবহার করেন। ভিডিওতে তার বিখ্যাত ওয়ানকা চকলেট বারটি দেখা গেছে। টিমোথি চালামেট এছাড়াও ‘ওয়ানকা’তে রয়েছেন স্যালি হকিন্স, অলিভিয়া কোলম্যান, জিম কার্টার, ম্যাট লুকাস প্রমুখ। ওয়ার্নার ব্রোস প্রযোজিত, পল কিং পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে আগামী ১৫ ডিসেম্বর।
Published : 13 Jul 2023, 04:25 PM