২০২৪ সালের শুরুতে স্ট্রিমিং জায়েন্ট নেটফ্লিক্সে চলে আসবে ‘অ্যানিমাল’; সেখানে সিনেমাটির আনকাট ভার্সানই দেখা যাবে।
Published : 05 Dec 2023, 11:02 AM
‘অ্যানিমাল’ মুক্তি পাওয়ার পর থেকে চারদিকে যেন রাণবীর কাপুর এবং তার সিনেমার চর্চা। ইতোমধ্যেই দুইশ কোটি রুপির দোরগোড়ায় দাঁড়িয়েছে সিনেমাটি। এরই মধ্যে ফাঁস হল সিনেমার বাদ পড়া দৃশ্যের একটি ছোট্ট অংশ।
বাদ পড়া দৃশ্যের ২৬ সেকেন্ডের একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে; যা নিয়ে নেটদুনিয়ার তোলপাড় শুরু হয়েছে বলে সংবাদ প্রতিদিন জানিয়েছে।
২৬ সেকেন্ডের ভিডিওতে বিমানে মদ্যপ অবস্থায় দেখা গেছে রাণবীরকে। গ্লাসে পানীয় ঢালতে ঢালতে ককপিটের দিকে এগিয়ে যান অভিনেতা। তারপর পাইলটকে সরিয়ে নিজেই বসে পড়েন চালকের আসনে। মুখে সিগারেট নিয়েই ওড়াতে থাকেন প্লেন।
Deleted Scene from #ANIMAL #AnimalTheMovie #SandeepReddyVanga pic.twitter.com/PSvwIHlwfL
— Its Cinema (@Itscinema1) December 3, 2023
প্রায় চার ঘণ্টার ‘অ্যানিমাল’কে ৩ ঘণ্টা ২১ মিনিটে কাট-ছাঁট করে প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হয়েছে।
খবর মিলেছে, ২০২৪ সালের শুরুতে স্ট্রিমিং জায়েন্ট নেটফ্লিক্সে চলে আসবে সিনেমাটি; সেখানে সিনেমাটির আনকাট ভার্সানই দেখা যাবে।
১ ডিসেম্বর মুক্তির পর বক্স অফিস থেকে ১১৫ কোটি রুপি আয় করেছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত সিনেমা ‘অ্যানিমাল’। এর মধ্যে কেবল ভারত থেকেই এসেছে ৬১ কোটি রুপি, যা চলতি বছরের শুরুর দিকে মুক্তি পাওয়া ‘পাঠান’ এর চেয়ে বেশি।