সৌমিত্র চট্টোপাধ্যায়ের ভূমিকার জিশু

‘অভিযান’ ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের তরুণ বয়সের ভূমিকায় থাকছেন জিশু সেনগুপ্ত।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Dec 2020, 02:36 PM
Updated : 8 Dec 2020, 05:56 PM

সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনীর ওপর নির্মিত পরমব্রত চট্টোপাধ্যায়ের ছবি ‘অভিযান’। আর এই ছবিতে জিশু সেনগুপ্ত অভিনয় করছেন সৌমিত্রের তরুণ বয়সের ভূমিকায়।

অথচ ছবিতে ‍জিশুর অন্য চরিত্রে অভিনয় করার কথা ছিল। তবে স্বয়ং সৌমিত্রের পরামর্শেই জিশুর ভূমিকা পাল্টে যায়।

এরকম তথ্য জানিয়ে কলকাতার অভিনেতা জিশু টাইমস অফ ইন্ডিয়াকে বলেন, “এই ছবিতে আমার অন্য একটি চরিত্রে কাজ করার কথা ছিল। একদিন সৌমিত্র জেঠু আমাকে ফোন করে বললেন, ‘তুমি তো এই কাজ করছো তাই না-’ তার ফোন রাখার কয়েক মিনিট পরেই পরমব্রত আমাকে ফোন করে জানায়, শোন সৌমিত্র জেঠু চাইছেন তুমি তার তরুণ বয়সের ভূমিকায় অভিনয় কর।”

“আমি তো শুনি অবাক! কি বললে? তারপর আমি গল্পটা শুনলাম, স্ক্রিপ্ট পড়লাম। আর এটাও জানলাম আমার ওপর সৌমিত্র জেঠুর বিশ্বাস ছিল।”

জিশু জানান, অভিনেতা সৌমিত্র নয় বরং ছবিতে মানুষ সৌমিত্রকেই ফুটিয়ে তোলা হচ্ছে।

জিশু ছাড়াও এই ছবিতে সুচিত্রা সেনের ভূমিকায় অভিনয় করছেন টালিউডের আলোচিত অভিনেত্রী পাওলি দাম। পরিচালক সত্যজিৎ রায়ের ভূমিকায় পরিচালক কৌশিক মুখার্জি, মাধবী মুখোপাধ্যায়ের চরিত্রে সোহিনী সরকার আর কিংবদন্তি অভিনেতা রবি ঘোষের ভূমিকায় আছেন রুদ্রনীল ঘোষ।

ছবি: ইন্সটাগ্রাম থেকে।