শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে ‘খনা’ মঞ্চস্থ হবে।
Published : 04 Jan 2024, 09:09 PM
ঢাকার জাতীয় নাট্যশালার মঞ্চে আসছে নাট্যদল বটতলার নাটক ‘খনা’।
বিজ্ঞপ্তিতে বটতলা জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে ‘খনা’ মঞ্চস্থ হবে।
সামিনা লুৎফা নিত্রার লেখা এ নাটকের নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার।
বটতলা বলছে, ‘খনা’ দেখতে হবে টিকিটের বিনিময়ে। টিকেট বুক করা যাবে ০১৭৬৫৯৭৮৯০৮ নম্বরে ফোন করে।
নাটকের মঞ্চ ও আলোক পরিকল্পনা করেছেন আবু আউদ আশরাফী; সুর ও সংগীত পরিকল্পনায় শারমিন ইতি, অনন্ত হিল্লোল, লোচন, হুমায়ূন আজম রেওয়াজ, শেঁউতি শাহগুফতা, বাকিরুল ইসলাম।
পোশাক পরিকল্পনায় তাহমিনা সুলতানা মৌ ও তৌফিক হাসান ভূঁইয়া। কোরিওগ্রাফি করেছেন মোহামদ রাফি ও নাসির উদ্দিন নাদিম।
নাটকের গল্প নিয়ে নির্দেশক হায়দার বলেন, "নাটকে খনা এক বিদুষী নারী, যার অন্য নাম লীলাবতী। গল্পটা অনেক পুরোনো, কিংবদন্তির ঘেরাটোপে বন্দি। তবু যতটুকু তল খুঁজে পাওয়া যায়, তাতে বোঝা যায় যে তিনি এক বিদুষী জ্যোতিষী, স্বামী মিহিরও একই বৃত্তিধারী।
"এবং খনার শ্বশুর যশস্বী জ্যোতিষী বরাহ মিহির। পুত্রজায়ার যশ, খ্যাতি ও বিদ্যায় হীনমন্যতা ও ঈর্ষায় ভোগেন শ্বশুর বরাহ মিহির। পরে শ্বশুরের নির্দেশে লীলাবতীর জিহ্বা কেটে নেওয়া হয়।"