ফুল নেয়া ভাল নয়' গান দিয়েই আত্মপ্রকাশ করেছে গানের দল ’বেঙ্গল সিম্ফোনি’।
Published : 21 Jan 2025, 10:51 PM
পল্লীকবি জসীমউদ্দীনের ’হলুদ বরণী’ কাব্যগ্রন্থের 'ফুল নেয়া ভালো নয়' কবিতার পংক্তিতে এবার সুর বসেছে, তৈরি হয়েছে গান। কবিতার নামেই রাখা হয়েছে গানের শিরোনাম।
গানটি গেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক ইমন চৌধুরী; যার পরিচিতি তৈরি হয়ে ‘চিরকুট’ ব্যান্ড দিয়ে।
বিজ্ঞপ্তিতে ইমন জানিয়েছেন, ফুল নেয়া ভাল নয় গান দিয়ে আত্মপ্রকাশ করেছে তার গানের দল ’বেঙ্গল সিম্ফোনি’। গানের সুর ও সংগীত আয়োজন করেছেন তিনি নিজেই।
গায়কের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রচার হয়েছে গানটি।
পরিবারের অনুমতি নিয়েই পল্লীকবির কবিতা থেকে গানটি করা হয়েছে বলে জানিয়েছেন ইমন।
তিনি বলেন, "গত দেড় বছর ধরে আমরা ২৫ থেকে ৩০ জন মিলে একসঙ্গে গানবাজনা করেছি। সবাই মিলে তৈরি করেছি 'বেঙ্গল সিম্ফোনি' টিম। আমাদের মূল স্বপ্ন বাংলা গানকে সমৃদ্ধ করা।"
গায়ক জানিয়েছে 'বেঙ্গল সিম্ফোনি' থেকে এখন নিয়মিতই শ্রোতারা গান পাবেনর।
২০২৩ সালে আনুষ্ঠানিকভাবে চিরকুট ছাড়ার ঘোষণা আসে ইমন চৌধুরীর কাছ থেকে। তারও আগে থেকেই অবস্থ্য ব্যান্ডে অনিয়মিত ছিলেন তিনি।
চিরকুট থেকে সরে আসার পর এক বছরের বেশি সময় ধরে ইমন কার বন্ধুদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে গান করেছেন।
ইমন চৌধুরীর সংগীতায়োজনে 'সাদা সাদা কালা কালা (হাওয়া)', ৮টা বাজে দেরি করিস না ((হাওয়া) 'ধীরে ধীরে (পরাণ)', 'ঘোমটা খুলে বদন তুলে (গুণিন)', 'তোর সাথে নামলাম রে পথে (পাপ পুণ্য)' সিনেমার গানগুলো প্রশংসা কুড়িয়েছে।
এছাড়াও কোক স্টুডিও বাংলার ‘কথা কইয়ো না’ শিরোনামের গানটিও পেয়েছে শ্রোতাপ্রিয়তা।
'ফুল নেয়া ভালো নয়' গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন কনক খন্দকার। কক্সবাজারে হয়েছে গানের দৃশ্য ধারণ।
এর আগে কনক ’লটারি’ নামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। এবারই প্রথম নির্মাণ করলেন মিউজিক ভিডিও।
কনক বলেন, "কাজটি করতে পেরে খুবই ভালো লাগছে। গানটি যেহেতু পল্লীকবির কবিতা থেকে করা হয়েছে, তাই সহজ সুন্দর নির্মাণের চেষ্টা করেছি।"