বিটিএসের জিমিন এবার একক অ্যালবামে

অ্যালবামের ‘লাইক ক্রেজি’ গানটির মিউজিক ভিডিও প্রকাশের সঙ্গে সঙ্গে ফেলেছে সাড়া।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 March 2023, 05:57 AM
Updated : 25 March 2023, 05:57 AM

আলোচিত কে পপ ব্যান্ড বিটিএস অন্যতম সদস্য জিমিনের প্রথম একক অ্যালবাম ‘ফেইস’ আসছে।

অ্যালবামটির কাজ চলছে, সম্প্রতি ‘সেট মি ফ্রি, পিটি.২.’ শিরোনামের টিজার জিমিন প্রকাশ করেছে বলে সিএনএন জানিয়েছে।

অ্যালবামটিতে ‘লাইক ক্রেজি,’ ‘ফেইস-অফ’ সহ মোট ছয়টি গান রয়েছে৷ ‘বিটিএস’–এর দলনেতা, র‌্যাপার আরএম অ্যালবামের তিনটি গান লিখেছেন।

বৃহস্পতিবার রাতে অ্যালবামের প্রচারের জন্য ‘দ্য টুনাইট শো স্টেয়ারিং জিমি ফ্যালন’-এ উপস্থিত হয়েছিলেন জিমিন। শুক্রবার একই শোতে ‘লাইক ক্রেজি’ গানটিও গেয়েছিলেন।

এছাড়াও শুক্রবার ‘লাইক ক্রেজি’ গানটির অফিসিয়াল মিউজিক ভিডিওটি ইউটিউবে প্রকাশের এক দিনের মধ্যেই তা ৪০ লাখেরও বেশি বার দেখা হয়েছে। গানটি অন্যান্য শিল্পীদের সহযোগিতায় লেখেন জিমিন।

গত দুই বছর ধরে এই কে-পপ গ্রুপের অ্যালবাম বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। আলোড়ন তুলেছে তাদের ডায়নামাইট ও বাটারের মতো গানগুলো।

জিমিন ছাড়াও ব্যান্ডটির বেশ কয়েকজন সদস্যের একক অ্যালবাম রয়েছে। যার মধ্যে জেহোপের-এর ‘জ্যাক ইন দ্য বক্স’, আরএমের-এর ‘ইন্ডিগো’ এবং জিনের ‘দ্য অ্যাস্ট্রোনট’।

গতব ছরের অক্টোবরে সামরিক প্রশিক্ষণ নিতে সেনা শিবিরে যোগ দেনব্যান্ডটির জ্যেষ্ঠতম সদস্য জিন।

দক্ষিণ কোরিয়ায় কারও ২৮ বছর বয়স হলেই দেড় বছরের জন্য এই প্রশিক্ষণ নিতে হয়। বিশ্বজুড়ে সাড়া ফেলা কে-পপ ব্যান্ড দলের সদস্যদের সেই বয়স ঘনিয়ে আসায় তাদেরও একে একে সামরিক প্রশিক্ষণ নিতে যেতে হবে।