নির্মাতা ইমতিয়াজের ভাষ্য, “এখন মনে হয় ওই সিনেমার গল্প বলে আসলে কিছু নেই। প্রেম ছাড়া নির্দিষ্ট কোনো দিক দর্শককে ভাবায় বলে মনে হয় না।“
Published : 30 Oct 2023, 10:26 AM
যে সিনেমার সঙ্গে জড়িয়ে আছে বলিউডি অভিনেত্রী কারিনা কাপুর ও শাহিদ কাপুরের নাম, সেই হিট চলচ্চিত্র ‘যাব উই মেট’র নির্মাতা ইমতিয়াজ আলী মনে করেন, এটা মনে রাখার মত কোনো কাজই ছিল না।
নির্মাতা ইমতিয়াজের ভাষ্য, “এখন মনে হয় ওই সিনেমার গল্প বলে আসলে কিছু নেই। প্রেম ছাড়া নির্দিষ্ট কোনো দিক দর্শককে ভাবায় বলে মনে হয় না। বুঝতে পারি না প্রযোজককে কীভাবে রাজি করিয়েছিলাম।“
ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, ‘যব উই মেট’ মুক্তির ১৬ বছর পর সিনেমাটির সিক্যুয়েল তৈরি নিয়ে ভাবছেন নির্মাতা ও প্রযোজক। যদিও সেই সম্ভবনার নিয়ে কোনো খবর জানেন না ইমতিয়াজ।
তিনি বলেন, “আমি অন্তত ‘যব উই মেট’র দ্বিতীয় পর্ব নিয়ে কিছু জানি না। আমার মাথায় এই মুহূর্তে ওই ঘরানার কোনো গল্প নেই। তবে এই নিয়ে কানাঘুষা আমার কানে এসেছে। তবে আমাকে কোনো কিছু জানানো হয়নি। তাই আমি জানি না কী বলব! দেখা যাক, কী করা যায়।”
ইমতিয়াজ সিনেমার ‘প্রেম কাহিনী’কে ‘হালকা’ বলে উড়িয়ে দিলেও প্রেমের গল্পের জন্যই বক্স অফিসে ব্যবসা করেছিল ‘যব উই মেট’। ক্যারিয়ার ‘শক্তপোক্ত’ হয়েছিল কারিনা ও শাহিদেরও।
তবে ‘যব উই মেট’ কেবল কারিনা ও শাহিদের ক্যারিয়ারের মাইলফলক নয়, তাদের ব্যক্তি জীবনেরও একটি অধ্যায়। ওই সিনেমা করার আগে থেকেই দুজন দুজনার প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন তারা।
২০০৭ সালে নির্মাতা ইমতিয়াজ আলী যখন কারিনা-শাহিদকে পর্দায় আনার পরিকল্পনা করেন, তখন রাজি ছিলেন না কারিনা। তিনি তখন শাহিদের চেয়েও বড় তারকা।
নায়িকাকে রাজি করানোর ভার পড়ে শাহিদের ওপর। কারিনা ‘যব উই মেট’ সিনেমায় গীত চরিত্রটি করতে রাজি হন শুধুমাত্র শাহিদের অনুরোধে।
শাহিদের মনে হয়েছিল, গীত চরিত্রটি তার প্রেমিকা কারিনার মতই। পাগলাটে, অভিমানী আর স্বতঃস্ফূর্ত, কারিনা যেমন। শাহিদের অনুরোধ ফেলতে না পেরে স্ক্রিপ্ট না পড়ে, কোনো সংলাপ না জেনে এবং প্র্যাকটিস ছাড়াই প্রথমদিন শুটিং সেটে চলে গিয়েছিলেন কারিনা।
‘যব উই মেট’ সিনেমার শুটিং চলার সময় কারিনার সঙ্গে শাহিদের বিচ্ছেদ হয়ে যায়।
‘বিচ্ছেদের পরও সিনেমা শেষ করেছেন দুজন। অবশ্য মাঝে কিছুদিন সিনেমার কাজ বন্ধ রেখে ‘ব্রেক’ নিয়েছিলেন কারিনা। পর্দায় নিয়মতি ছিলেন না শাহিদও।