হ্যারি ও মেগানের কোম্পানি আর্চওয়েল অডিওর সঙ্গে চুক্তির ইতি টেনেছে স্পটিফাই।
Published : 20 Jun 2023, 11:44 PM
প্রিন্স হ্যারি ও মেগান মেরকেলের প্রতি ক্ষোভ ঝেড়েছেন অডিও স্ট্রিমিং প্ল্যাটফরম স্পটিফাইয়ের নির্বাহী এবং জনপ্রিয় পডকাস্টার বিল সিমন্স। তাদেরকে ‘গ্রিফটার’ বা ‘শঠ’ আখ্যা দিয়েছেন তিনি।
সোমবার সিএনএনের প্রতিবেদনে জানানো হয়, গত শুক্রবার মেগান ও হ্যারির সঙ্গে কয়েক বছরের অংশীদারত্বের চুক্তির ইতি টানে স্পটিফাই। এরপরই তাদের বিরুদ্ধে এই মন্তব্য করেন বিল সিমন্স।
নিজের নামে প্রচারিত পডকাস্টে শুক্রবার সিমন্স বলেন, “মেগান ও হ্যারির স্পটিফাই ছাড়ার চুক্তিতে যদি আমি থাকতে পারতাম, তাদের নিয়ে ‘অসভ্য শঠ’ নামের পডকাস্ট চালু করা উচিৎ ছিল আমাদের।
“আমার আসলে এক রাতে মাতাল হতে হবে এবং ‘জুম মিটিং’য়ের গল্পটি বলতে হবে, যেখানে আমি হ্যারির সঙ্গে কথা বলেছিলাম এবং একটি পডকাস্টের আইডিয়া নিয়ে তাকে সাহায্য করার চেষ্টা করেছিলাম। এটা আমার অন্যতম সেরা একটি ঘটনা ... চুলোয় যাক ওরা। দ্য গ্রিফটারস।”
ব্রিটিশ রাজপুত্র হ্যারি ও তার স্ত্রী মেগানের প্রযোজনা প্রতিষ্ঠান আর্চওয়েল অডিও এবং স্পটিফাইয়ের মধ্যে অংশীদারত্বের চুক্তি হয়েছিল যেখানে দুই পক্ষের লক্ষ্য ছিল বেশকিছু অনুষ্ঠান নির্মাণের। কিন্তু শেষ পর্যন্ত মাত্র একটি ধারাবাহিক ও একটি ‘হলিডে স্পেশাল’ ছাড়া আর কিছুই করা হয়ে ওঠেনি।
‘আর্কিটাইপস’ নামের ওই ধারাবাহিকে সমাজের যে ‘লেবেলগুলোর’ কারণে নারীর অগ্রগতি আটকে যায় সেগুলো নিয়ে অনুসন্ধান, সেগুলো বিচার-বিশ্লেষণ ও কীভাবে সেগুলো থেকে বের হয়ে আসা যায়- তা নিয়ে আলোচনা করার কথা ছিলো।
মেগান মেরকেলের সঞ্চালনায় সেরেনা উইলিয়ামস, মারায়াহ ক্যারি, প্যারিস হিলটন ও ট্রেভর নোয়া এই ধারাবাহিকের প্রথম মৌসুমে অংশ নিয়েছিলেন।
সম্প্রতি আর্চওয়েল অডিও ও স্পটিফাই ঘোষণা দেয় তারা ‘সমঝোতার মাধ্যমে আলাদা হয়ে যেতে রাজি হয়েছে,’। অডিও স্ট্রিমিং কোম্পানিটি তাদের ২০০ কর্মী ছাঁটাইয়ে ঘোষণার পরপরই এই চুক্তি বাতিলের ঘোষণা আসে।
এরআগে এ বছরের জানুয়ারিতেও নিজের পডকাস্টে হ্যারির কড়া সমালোচনা করেছিলেন সিমন্স।