সুড়ঙ্গ সিনেমায় আইটেম গানে ঝড় তুলেছেন নুসরাত ফারিয়া।
Published : 13 Jun 2023, 11:12 PM
‘কলিজার জান’ দিয়ে ইউটিউবে ঝড় তুলেছেন নুসরাত ফারিয়া; সুড়ঙ্গ সিনেমার এই আইটেম গানে বাংলাদেশি এই অভিনেত্রীর নাচ আর লুকের সঙ্গে ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর মিলও খুঁজে পাচ্ছেন তার ভক্তরা।
গানটি ইউটিউবে সোমবার মুক্তির পর এক দিনেই দেখা হয়েছে ৫ লাখ ৮৩ হাজার বার, তার নিচে মন্তব্য জমা হয়েছে সাড়ে ৩ হাজারের বেশি।
মন্তব্যের ঘরে একজন লিখেছেন- “বাংলার ‘সামান্থা’,বলতেই হবে।” আরেকজন লিখেছেন- “অপেক্ষায় ছিলাম, সামান্থার মত এমন একটা নুসরাত ফারিয়ার আইটেম গান।” ভারতের অনেকেও নুসরাত ফারিয়ার প্রশংসা করে লিখেছেন।
পুষ্পা: রাইজ সিনেমায় এক আইটেম গান সারাবিশ্বে পরিচিত করে তুলেছে ভারতের দক্ষিণী নায়িকা সামান্থাকে; বলিউড হয়ে এখন হলিউডেও ঠিকানা পেয়েছেন তিনি।
সেই সামান্থার সঙ্গে নুসরাতের মিলটা কোথায়?
কলকাতার দৈনিক আনন্দবাজার ভক্তদের উচ্ছ্বাস দেখে লিখেছে, ‘কলিজার জান’ গানের দৃশ্যায়নের সঙ্গে ‘পুষ্পা’র ‘ও অন্তভা’ গানের অনেক মিল রয়েছে। কেবল তাই নয়, আলোর ব্যবহার থেকে শুরু করে নুসরাতের পোশাকও অনেকটা একই রকম।
প্রায় সাড়ে ৩ মিনিটের এই গানটি সাড়া ফেললেও এই কাজটি করতে প্রথমে রাজিই ছিলেন না নুসরাত। এখন তার সঙ্গে ‘সুড়ঙ্গ’ সিনেমার পুরো টিমকে শুভেচ্ছার জোয়ারে ভাসছে।
‘কলিজার জান’ গানের শুটিংয়ে অংশ নিয়েছেন প্রায় ৪০০ নৃত্যশিল্পী। ‘ও টাকা তুই আমার কলিজা আর জান’ শিরোনামের গানটি লিখেছেন রাসেল মাহমুদ, সুর ও সংগীত করেছেন আরাফাত মহসিন; কণ্ঠ দিয়েছেন কনা।
রায়হান রাফি পরিচালিত সুড়ঙ্গ সিনেমাটি কোরবানির ঈদে মুক্তির কথা রয়েছে।