দক্ষিণী নায়িকা পূজা হেগড়েকে নায়িকা করে শাহিদের এই সিনেমা আসছে আগামী বছর।
Published : 24 Oct 2023, 02:43 PM
ইদানিং কাজের অন্ত নেই বলিউডি অভিনেতা শাহিদ কাপুরের। নতুন ‘সিনেমা ‘দেব’র ফার্স্ট লুক প্রকাশ করে এই অভিনেতা বলেছেন, কোন ধরনের মারপিটে তিনি জড়িয়ে পড়েছেন তা তিনি নিজেও জানেননা।
এনডিটিভি বলছে, দক্ষিণী নায়িকা পূজা হেগড়েকে নায়িকা করে শাহিদের এই সিনেমা আসছে আগামী বছর। তুমুল অ্যাকশনের এই সিনেমা পরিচালনা করছেন রোশান আন্দ্রেউস।
ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে শাহিদ লিখেছেন, “আসছি ২০২৪ সালের ১১ অক্টোবর। কি ধরনের মারদাঙ্গায় আপনারা আমাকে পাবেন, তা আমি নিজেও ভালো করে জানিনা।“
রোশান আন্দ্রেউস বলেছেন, একজন মেধাবী ও ক্ষ্যাপাটে পুলিশ কর্মকর্তার গল্প নিয়ে তিনি সিনেমা বানিয়েছেন। যিনি একটি মামলার তদন্তে নেমে একদল প্রতারকের সন্ধান পান। যাদের ‘মুখোশ উন্মোচনে’ বিপজ্জনক কাজে জড়িয়ে পড়তে হয় ওই পুলিশ অফিসারকে।
শাহিদ কাপুর হয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।
ইমতিয়াজ আলির সিনেমা ‘জাব উই মেট’ নামের যে সিনেমা দিয়ে শাহিদ গায়ে জড়িয়েছিল রোমান্টিক নায়কের তকমা, সেটি শাহিদ ঝেড়ে ফেলেন ‘ব্লাডি ড্যাডি’ সিনেমায়।
আলি আব্বাস জাফর পরিচালিত ‘ব্লাডি ড্যাডি’ সিনেমায় প্রথমবারের মতো সম্পূর্ণ অ্যাকশন হিরোর চরিত্রে অভিনয় করেন শাহিদ। গত জুনে জিও স্টুডিওতে মুক্তি পায় ‘ব্লাডি ড্যাডি’।
এই সিরিজ দিয়ে ওটিটিতে অভিষেক হয়েছিল শাহিদের। চলতি বছর অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাওয়া শাহিদের ‘ফারজি’ সবচেয়ে বেশিবার দেখা ভারতীয় ওয়েব সিরিজের রেকর্ড গড়ে।