নির্মাতা সৌদ বলেন, “এই মুহূর্তে মানুষকে আমরা সিনেমা হলে আসতে বলতে পারছি না। কারো ক্ষতির দায় আমরা নিতে পারি না।”
Published : 19 Nov 2023, 06:34 PM
হরতাল-অবরোধের মধ্যে নাশকতামূলক কর্মকাণ্ডের কারণে ‘শ্যামা কাব্য' চলচ্চিত্রের মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে।
আগামী ২৪ নভেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল। নির্মাতা বদরুল আনাম সৌদ রোববার সন্ধ্যায় ফেইসবুকে একটি ভিডিও বার্তায় জানান, 'শ্যামা কাব্য'র মুক্তি আপাতত স্থগিত।
এর কারণ ব্যাখ্যা করে সৌদ বলেন, "হরতাল-অবরোধ চলছে, যদিও মানুষ কাজের প্রয়োজনে ঘর থেকে বের হচ্ছেন। কিন্তু হরতাল-অবরোধে নাশকতামূলক বিভিন্ন কর্মকাণ্ডও হচ্ছে। সিনেমাটি মুক্তি দেওয়া হলে আমরা মানুষকে হলে আসতে বলব। কিন্তু এই মুহূর্তে মানুষকে আমরা সিনেমা হলে আসতে বলতে পারছি না। কারো ক্ষতির দায় আমরা নিতে পারি না। তাই ২৪ নভেম্বর মুক্তির তারিখটি স্থগিত করছি।"
তিনি বলেন, সিনেমাটি কবে মুক্তি পাবে, সেই তারিখ পরে জানানো হবে।
সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার এ সিনেমায় অভিনয় করেছেন সোহেল মণ্ডল, নীলাঞ্জনা নীলা, ইন্তেখাব দিনার, জেনী, শাহাদাৎ হোসেন, সাজু খাদেম ও এ কে আজাদ।
সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন সুবর্ণা মোস্তফা। পরিচালনার পাশাপাশি চলচ্চিত্রটির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা বদরুল আনাম সৌদ।