কোরীয় সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান ‘এডিওআর’ এই অ্যালবাম প্রকাশ করে।
Published : 11 Feb 2024, 09:56 AM
জনপ্রিয় কোরীয় ব্যান্ড বিটিএস এর সদস্য ভি তার বহুল প্রতিক্ষীত একক অ্যালবাম ‘লেওভার’ প্রকাশ করেছেন।
বিটিএসের এজেন্সি বিগহিট মিউজিক জানিয়েছে, ‘স্লো ড্যান্সিং’ শিরোনামে অ্যালবামের মিউজিক ভিডিওটি শুক্রবার সকালে সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবে এসেছে। এই অ্যালবামে ’স্লো ড্যান্সিং’সহ ভির মোট পাঁচটি গান আছে।
কোরীয় সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান ‘এডিওআর’ এই অ্যালবাম প্রকাশ করে।
ভি এর আগে বলেছিলেন, অ্যালবামে তার নিজস্বতার ছাপ থাকবে। অ্যালবাম প্রকাশের ঘণ্টাখানেক আগে এক ভিডিও বার্তায় তিনি বলেন, “বিটিএসের ভির তুলনায় একক অ্যালবামে এক অন্য ভিকে খুঁজে পাবেন দর্শকরা। এই অ্যালবামে কাজ করার অর্থ হল নিজেকে আবিষ্কার করার চেষ্টা। আমি নিজেকে তুলে ধরতে এবং ভালো কাজ উপহার দিতে কঠোর পরিশ্রম করছি। “
ভি আরও বলেছেন, গান রেকর্ডের আগে তিনি ভোকাল প্রশিক্ষণও নিয়েছেন।
সবগুলোর মধ্যে ‘স্লো ড্যান্সিং’কে মূল ট্র্যাক হিসেবে বেছে নেওয়ার কারণ সম্পর্কে ভি বলেন, “এটি এমন একটি মিউজিক ট্র্যাক, যা মানুষকে ফুরফুরে করে তুলবে। আমার প্রত্যাশা, শ্রোতারা গানটি কেবল একবার নয়, বহুবার শুনবেন।“
বিগহিট মিউজিক বলছে, “একজন শিল্পীকে নিজের কোনো কাজে সাফল্য পেতে দল থেকে কিছুদিন আলাদা থাকতেই হয়। কারণ নিজেকে গড়ে তুলতে এটি প্রয়োজন।“
একক ক্যারিয়ারে মনোযোগ দিতে গত বছরের জুনে বিটিএস থেকে সাময়িক বিরতিতে আছেন বিটিএসএর সদস্য জাংকুক, জিমিন, সাগা, জিন, জে হোপ, আরএম এবং ভি।
সাতজনের মধ্যে ছয়জন এরইমধ্যে একক গান ও অ্যালবাম প্রকাশ করেছেন। ভি শেষ সদস্য হিসেবে তার একক অ্যালবাম আনলেন। সংবাদসূত্র: কোরিয়া টাইমস
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)