মার্চ মাসের শেষ দিকে তাপসী ও ম্যাথিয়াস বোয়ে বিয়ে করতে চলেছেন।
Published : 29 Feb 2024, 08:02 PM
বলিউডে শাহরুখ খানের ‘ডানকি’র নায়িকা তাপসী পান্নু ভিনদেশি এক ক্রীড়াবিদের সঙ্গে প্রেম করেছেন দীর্ঘ এক দশক; এবার তারা সংসার করতে চান।
মার্চ মাসের শেষ দিকে এই নায়িকা বিয়ে করবেন বলে জানিয়েছেন হিন্দুস্তান টাইমস।
তাপসীর পাত্র হলেন ম্যাথিয়াস বোয়ে। তিনি ডেনমার্কের বাসিন্দা এবং ব্যাডমিন্টন খেলোয়াড়।
কয়েকদিন আগেই বলিউডে অভিনেত্রী রাকুল প্রীত সিং ও প্রযোজক জ্যাকি ভগনানির বিয়ে হয়েছে। সেই বিয়ের সানাইয়ের সুর থামতে না থামতেই আরেক অভিনেত্রীর বিয়ের খবর এল।
অলিম্পিকে রুপার পদকজয়ী এই ব্যাডমিন্টন খেলোয়াড়ের সঙ্গে তাপসীর পরিচয় হয়েছিল কোনো এক খেলার মাঠেই। তারপর হয় বন্ধুত্ব ও প্রেম। এখন ম্যাথিয়াস ভারতীয় ব্যাডমিন্টন দলের ডাবলস কোচ।
তাপসী বলেছেন, তার এবং ম্যাথিয়াসের ইচ্ছে বিয়ের আসর বসবে রাজস্থানের উদয়পুরে। তবে রাজকীয় কায়দা কানুনের দিকে অতটা ঝোঁক নেই এই যুগলের। পরিবারের সদস্য, স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে পুরনো দিনের কোনো এক প্রাসাদে ছাদনাতলায় বসতে চাইছেন তাপসী।
তবে পাত্রী শিখ পরিবারের কন্যা আর পাত্র ক্যাথলিক হওয়ায় বিয়ে হবে শিখ ও খ্রিষ্টান দুই রীতিতে।
‘ডানকি’র পর তাপসীর আগামী সিনেমা ‘খেল খেল মে’। এই সিনেমার নায়ক অক্ষয় কুমার।