“আমাদের পরিবার বড় হয়েছে। এখন থেকে আমরা দুজন ছেলের গর্বিত বাবা-মা,” ফেইসবুকে লিখেছেন এ অভিনেত্রী।
Published : 20 Nov 2023, 11:55 AM
অভিনয়শিল্পী সুমাইয়া শিমু যমজ ছেলে সন্তানের মা হয়েছেন, ফেইসবুকে সেই সুখবর তিনি দিয়েছেন নিজেই।
গত ৮ নভেম্বর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শিমুর দুই সন্তানের জন্ম হয়। তারও দুই সপ্তাহ পর মা হওয়ার খবরটি প্রকাশ্যে এনেছেন এই অভিনেত্রী।
রোববার ফেইসবুকে দুই ছেলে আর বেবি শাওয়ার অনুষ্ঠানের ছবি শেয়ার করে শিমু লিখেছেন, “আমি এই ভালো খবরটা সবার সঙ্গে শেয়ার করতে চাই। আমাদের পরিবার বড় হয়েছে। এখন থেকে আমরা দুজন ছেলের গর্বিত বাবা-মা।
“সৃষ্টিকর্তার কাছে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। গত ৮ নভেম্বর সকাল ১১টা ২৬ মিনিট এবং ১১টা ২৭ মিনিটে আমাদের দুজন যমজ সন্তান ভূমিষ্ঠ হয়েছে। আমাদের হৃদয় এখন ভালবাসায় পূর্ণ।”
১৯৯৮ সালে অরণ্য আনোয়ার পরিচালিত ‘এখানে আতর পাওয়া যায়’ নাটকের মাধ্যমে মডেল শিমুর অভিনয়ে পথ চলা শুরু। নাটকটি প্রচারিত হয়েছিল ১৯৯৯ সালে। পরে একের পর এক নাটকে অভিনয় করে তারকাখ্যাতি পান।
শিমুর পুরো নাম সুমাইয়া রহমান শিমুল। পরিবার ও কাছের মানুষের কাছে শিমুল নামেই তিনি পরিচিত। কিন্তু শিমু যখন অভিনয়ে এলেন, সেই সময় মডেল ও অভিনেতা মনির খান শিমুল ছিলেন টেলিভিশনের জনপ্রিয় তারকা। এ কারণে কয়েকজন নির্মাতার পরামর্শে নিজের নাম ছোট করে ফেলেন, নাম হয়ে যায় সুমাইয়া শিমু।
২০১৭ সালে আন্তর্জাতিক সংস্থা ‘রিলিফ ইন্টারন্যাশনাল’-এর শুভেচ্ছা দূত নির্বাচিত হন শিমু। এই সংস্থার হয়ে এখনও কাজ করে যাচ্ছেন তিনি। সেই সঙ্গে অভিনয় করছেন নিয়মিত।
সুমাইয়া শিমু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতিবিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স করেছেন। একই বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ থেকে পিএইচডি করছেন তিনি।
সুমাইয়া শিমুর স্বামী নজরুল ইসলাম যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা রিলিফ ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন।