‘থ্রি ইডিয়টসের পরই সবাই আমাকে চিনতে শুরু করে’

এক সময় কাজ পেতে পরিচালকদের কাছে ধরনা দেওয়ার কথাও বললেন শারমন যোশী।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Dec 2022, 10:38 AM
Updated : 3 Dec 2022, 10:38 AM

রাজকুমার হিরানির ‘থ্রি ইডিয়টস’ সিনেমাটিকে নিজের ক্যারিয়ারের বাঁক বদল হিসেবে দেখছেন বলিউড অভিনেতা শারমন জোশী।

২০০৯ সালে মুক্তি পাওয়া এই সিনেমায় রাজু রুস্তোগি চরিত্রে অভিনয় করেছিলেন শারমন, আমির খান ও মাধবনের সহশিল্পী হয়ে।

সম্প্রতি বলিউড হাঙামাকে শারমন বলেন, তার অভিনয় জীবনকে গতিময় করে তুলেছে সেই ‘থ্রি ইডিয়ট’। সিনেমাটির কারণেই ভক্ত অনুরাগী তাকে তার নামে চিনতে শুরু করেছে।

২০০১ সালে এন চন্দ্র পরিচালিত ‘স্টাইল’ সিনেমায় বান্টু চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সে সময় বেশ জনপ্রিয়তাও পেয়েছিলেন।

“লোকেরা তখন আমাকে বান্টু নামে চিনত। তারা আমাকে তখনও আমার নামে চিনতে শুরু করেনি,” বলেন শারমন।

১৯৯৯ সালে শাবানা আজমী অভিনীত ‘গডমাদার’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন শারমন। রাজকুমার সন্তোষী পরিচালিত ‘লজ্জা’তেও একটি ছোট্ট ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। তখনই ‘স্টাইল’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ ঘটে তার।

শারমন বলেন, তিনি এখনও ‘স্টাইল’র শুটিংয়ের কথা মনে রেখেছেন।

সহ-অভিনেতা সাহিল খানের সঙ্গে নারীদের পোশাক পরার মুহূর্তটি মনে করে তিনি বলেন, “মেয়েদের পোশাক পরে সেটে প্রথম যখন আমি হেঁটেছিলাম এবং সংলাপ বলছিলাম, চন্দ্রজি (পরিচালক) কী যে হাসছিলেন! আমার অভিনয় নিয়ে তিনি বেশ খুশি ছিলেন।”

কিছুদিন আগে পিংকভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে অতীতের কঠিন দিনগুলোর কথা তুলে ধরেন শারমান।

তিনি বলেন, “একটা সময় ছিল, টেলিফোন ডিরেক্টরি খুলে একের পর এক পরিচালককে ফোন করে যেতাম আমি, যদি কেউ আমাকে কাজ দেয়।”

গত বছর ‘বাবলু ব্যাচেলর’ সিনেমায় শেষ দেখা গিয়েছিল শারমনকে। অগ্নিদেব চট্টোপাধ্যায় পরিচালিত সিনেমাটিতে পূজা চোপড়া আর তেজস্বী প্রধানও অভিনয় করেন। তার আগে অ্যাকশন সিনেমা ‘মেরা ফৌজি কলিং’য়ে অভিনয়ের জন্য প্রশংসিত হন তিনি।