বাংলাদেশে সাধারণত শুক্রবার সিনেমা মুক্তি দেওয়া হয়। তবে ‘জওয়ান’ বিশ্বজুড়ে মুক্তি পাবে বৃহস্পতিবার।
Published : 30 Aug 2023, 01:09 PM
আন্তর্জাতিক মুক্তির সাথে তাল মিলিয়ে বাংলাদেশের প্রেক্ষাগৃহেও শাহরুখ খান অভিনীত 'জওয়ান' সিনেমাটি প্রদর্শনের প্রস্তুতি চলছে।
আগামী ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘জওয়ান’। সিনেমাটি বাংলাদেশে আমদানি করছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।
এ পরিবেশক প্রতিষ্ঠানের কর্ণধার অনন্য মামুন গ্লিটজকে বলেন, “বাংলাদেশে মুক্তির ব্যাপারটি এখনো প্রক্রিয়াধীন। সব কিছু চূড়ান্ত হলেই আমরা বিস্তারিত জানাব।”
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে সিনেমাটি আমদানির প্রাথমিক সবুজ সংকেত মিললেও সেন্সরবোর্ডের ছাড়পত্র এখনো হাতে পাননি বলে জানান মামুন।
তিনি বলেন, “সিনেমা আমদানির কিছু প্রক্রিয়া তো আছে, সেগুলো সম্পন্ন না হওয়া পর্যন্ত আমরা এখনই মুক্তির চূড়ান্ত তারিখ জানাতে পারব না। আমাদের ইচ্ছা আছে আন্তর্জাতিক মুক্তির দিন ধরে বাংলাদেশেও সিনেমাটি মুক্তি দেওয়ার। সবকিছু চূড়ান্ত হোক, তারপরই সবাইকে জানাব।”
বাংলাদেশে সাধারণত শুক্রবার সিনেমা মুক্তি দেওয়া হয়। তবে ‘জওয়ান’ বিশ্বজুড়ে মুক্তি পাবে বৃহস্পতিবার। এখন বাংলাদেশে জওয়ান কবে মুক্তি পাবে? তা নিয়ে সিনেমাপাড়ায় চলছে আলোচনা।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফারুক আহমেদ গ্লিটজকে বলেন, “সিনেমাটি বাংলাদেশের প্রেক্ষাগৃহে প্রদর্শনের অনুমতি দিতে মন্ত্রণালয়ের কমিটি থেকে সুপারিশ করা হয়েছে। তবে চূড়ান্ত অনুমতিতো মন্ত্রী মহোদয়ের স্বাক্ষরে হয়।
“মন্ত্রী মহোদয়ের স্বাক্ষর করা হলে তখন সেন্সরবোর্ডের ছাড়পত্রের বিষয়। এখন মন্ত্রী মহোদয় স্বাক্ষর করেছেন কিনা, আমরা জানা নাই।”
‘জওয়ান’ সিনেমায় শাহরুখ খানের বিপরীতে দেখা যাবে দক্ষিণী সুপারস্টার নয়নতারাকে। আরও আছেন দীপিকা পাড়ুকোন।
এ ছাড়া এ সিনেমায় অভিনয় করেছেন বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার, যোগি বাবু।
অ্যাটলি কুমারের পরিচালনায় সিনেমাটি প্রযোজনা করছে রেড চিলিস এন্টারটেইনমেন্ট।
সিনেমা মুক্তির দিন ধরে মোটামুটি তিন মাসের প্রচারের সূচি সাজিয়েছিল প্রযোজনা প্রতিষ্ঠান। গত ১০ জুলাই আসে সিনেমার ট্রেইলার। এরপর প্রথম গান ‘জিন্দা বান্দা’ মুক্তি পায় ৩১ জুলাই। এরপর আসে ‘চালে’র গানটি।
বিশ্বজুড়ে শুরু হয়ে গেছে সিনেমার অগ্রিম টিকিট বুকিং। জার্মানির লিওনবার্গে বিশ্বের সবচেয়ে বড় পর্দায় অ্যাটলি কুমার পরিচালিত এই সিনেমাটি মুক্তি পেতে চলেছে ৭ সেপ্টেম্বর।