নিজের অভিনীত দেড়শ সিনেমার মধ্যে ‘মিশন রানিগঞ্জ’কে ক্যারিয়ারের সেরা কাজ বলে মনে করেন অক্ষয়।
Published : 22 Oct 2023, 11:37 AM
কোভিড মহামারীর পর থেকে একের পর এক সিনেমা করে যাচ্ছেন বলিউডি অভিনেতা অক্ষয় কুমার। এবার লন্ডন থেকে শুরু করলেন তার নতুন সিনেমার শুটিং।
এনডিটিভি জানিয়েছে, মুদাসসার আজিজ পরিচালিত ‘খেল খেল মে’ সিনেমার শুটিংয়ের একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অক্ষয়।
ভিডিওতে দেখা গেছে, চোখে চশমা আর কানে এয়ারপড লাগিয়ে হাসতে হাসতে হেঁটে আসছেন অক্ষয়।
অক্ষয় পোস্টে লিখেছেন, “ক্যামেরা চলতে শুরু করলেই আমার মুখে হাসি ফুটে ওঠে। কিছু করার নেই এ বিষয়ে। ‘খেল খেল মে’র জন্য লন্ডনের প্রথম দিন। শুটিং শুরু হল। সবাই প্রার্থনা করবেন আমার জন্য।“
গত ৬ অক্টোবর মুক্তি পায় অক্ষয়ের ‘মিশন রানিগঞ্জ’ সিনেমাটি। বক্স অফিসের বিচারে সিনেমাটি তেমন সুবিধা করতে পারেনি।
তবে ‘মিশন রানিগঞ্জ’কে ক্যারিয়ারের ‘অন্যতম সেরা চলচ্চিত্র’ বলে বর্ণনা করেছেন অক্ষয়।
তিনি বলেন, “এটি কোনো বাণিজ্যিক চলচ্চিত্র নয়। হ্যাঁ যতটা উপার্জন করার কথা ছিল, সেটি হয়ত এই সিনেমাটি দিয়ে হয়নি। কিন্তু আমি বলব, এখন পর্যন্ত যে দেড়শ সিনেমায় আমি কাজ করেছি সেগুলো মধ্যে ‘মিশন রানিগঞ্জ’ অন্যতম।“
এক সময়ে একশ কোটি রুপির ওপরে পারিশ্রমিক নেওয়া এই অভিনেতার কয়েকটি সিনেমা গত দুই বছরে হলে এসেছে। সেগুলোর মধ্যে ‘ওএমজি ২’ কেবল দর্শক টানতে পেরেছে বলে বলছে ভারতীয় সংবাদমাধ্যম। এছাড়া তার ‘বেল বটম’, ‘সম্রাট পৃথ্বীরাজ’, ‘রাম সেতু’ দর্শকদের ‘আশাহত’ করেছে।
আগামীতে আসছে অক্ষয়ের ‘ওয়েলকাম টু জঙ্গল’ সিনেমা। তারকাবহুল এ সিনেমায় অক্ষয় ছাড়াও আছেন সঞ্জয় দত্ত, সুনীল শেঠি, আরশাদ ওয়ারসি, পরেশ রাওয়াল, রাভিনা ট্যান্ডন, লারা দত্ত, জ্যাকুলিন ফার্নান্দেজ, দিশা পাটানিসহ অনেকে।
এছাড়া রোহিত শেঠির ‘সিংহাম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘সিংহাম এগেইন’ এ পুলিশ অফিসার হয়েও পর্দায় আসছেন অক্ষয়। ‘ওয়েলকাম টু জঙ্গল’ এবং ‘সিংহাম এগেইন’ মুক্তি পাবে আগামী বছর।