এত বছর পর জানা গেল, সিনেমাটিতে পিয়া চরিত্রটি হতে কোন কোন লুকে কারিনা কাপুর দাঁড়িয়েছিলেন ক্যামেরার সামনে।
Published : 27 Feb 2023, 10:48 AM
বলিউডের নির্মাতা রাজকুমার হিরানির ‘থ্রি ইডিয়টস’ সিনেমায় নায়িকা কারিনা কাপুরের লুক টেস্টের পাঁচটি ছবি সামনে এসেছে দীর্ঘ চৌদ্দ বছর পর।
এনডিটিভি জানিয়েছে, এত বছর পর জানা গেল, সিনেমাটিতে পিয়া চরিত্রটি হতে কোন কোন লুকে কারিনা দাঁড়িয়েছিলেন ক্যামেরার সামনে। আর সবগুলোর মধ্যে কোন পিয়াকে বেছে নেন নির্মাতা।
২০০৯ সালে মুক্তি পাওয়া ‘থ্রি ইডিয়টস’ বক্স অফিসে কেবল তুমুল ব্যবসাই করেনি, তরুণদের কাছেও তৈরি করেছিল বন্ধুত্বের নতুন সংজ্ঞা। দারুণ জনপ্রিয় ওই সিনেমার তিন বন্ধু রাঞ্ছোড় দাস, ফারহান কুরেশি ও রাজু রাস্তোগির চরিত্রে অভিনয় করেন আমির খান, মাধবান আর শারমান যোশি। আর কারিনা কাপুর হয়েছিলেন মেডিকেল কলেজের ছাত্রী পিয়া।
বিধু বিনোদ চোপড়া ফিল্মস তাদের ইনস্টাগ্রামে কারিনার ওই ছবিগুলো প্রকাশ করেছে।
এই ছবিতে কারিনার পরনে সবুজ কুর্তা, চুলগুলো পনিটেল কায়দায় বাঁধা, কানে লম্বা দুল।
চোখে চশমা পরা কারিনা ভারতের মহারাষ্ট্রের নারীদের স্টাইলে শাড়ি পড়েছেন। হাতে ও গলায় ভারি গয়না।
কারিনা হাজির হয়েছেন কলেজছাত্রীর বেশভূষায়। ছেড়ে দেওয়া চুলে গোলাপী টপের সঙ্গে গলায় নীল স্কার্ফ এবং কাঁধে ব্যাগ। কারিনা পরে এই লুকেই সিনেমার পিয়া হয়ে আসেন। তবে পিয়া চশমা পরতেন।
ববছাঁট চুলে কুর্তা পরা কারিনাকে দেখে মনে হয় মেডিকেল কলেজ নয়, কলেজ বা স্কুলের উঁচু ক্লাসের কিশোরী।
শেষ ছবিতে কারিনা দেখা দেন কমলা টপ আর লালরঙা হেলমেটে।
কারিনার অনুরাগীরা ছাড়াও ‘থ্রি ইডিয়টস’ ফ্যানরা এই ছবিগুলোতে স্মৃতিকাতর হয়ে পড়েছেন। একজন লিখেছেন, “অদেখা ছবিগুলো প্রকাশের জন্য ধন্যবাদ।
কারোর ভাষ্য, “পিয়া সবসময়েই বিশেষ”।
ওই সিনেমায় পিয়া (কারিনা কাপুর) প্রেমে পড়েছিলেন ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ুয়া ছাত্র রাঞ্ছোড় দাসের (আমির খান)। কিন্তু রাঞ্ছোড় তার কিছু প্রতিশ্রুতি রক্ষায় পিয়া আর দুই বন্ধুকে ছেড়ে চলে যান। অবশেষে বহুদিন বাদে পিয়া এবং ফারহান ও রাজু লাদাখে খুঁজে পায় রাঞ্ছোড়কে।
গত বছর কারিনা কাপুরকে পর্দায় দেখা যায় আমির খানের সাথে ‘লাল সিং চাড্ডা’ সিনেমায়। আগামীতে জয়দীপ আহলাওয়াত এবং বিজয় ভার্মা অভিনীত ‘দ্য ভক্তি অব সাসপেক্স একস’ সিনেমায় কারিনাকে দেখা যাবে।
তবে কারিনা কিছুদিনের মধ্যেই মার্ভেল সিরিজের সুপারহিরো ‘ব্ল্যাক উইডো’র কণ্ঠ হয়ে আসছেন। এটি মার্ভেলের প্রথম ‘অডিবল সিরিজ’। ‘মার্ভেলস ওয়েস্টল্যান্ডার্স: স্টার লর্ড’ অডিও’ সিরিজটি ভারতীয় দর্শকদের জন্য নিয়ে আসছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম অডিবেল।
পুরনো খবর