মুক্তি প্রতীক্ষিত ‘দ্য আর্চিস’ সিনেমার লুক, পোস্টার বা গানের যে ভিডিও আগে প্রকাশিত হয়েছে, তাতে ষাটের দশকের পপ সংস্কৃতি ঘিরে একদল বন্ধুর আনন্দ, প্রেম ও মান-অভিমানের ঝলক ফুটে উঠেছিল। এবার প্রকাশ হওয়া ৩ মিনিট ২ সেকেন্ডের ট্রেইলারে আর্চি, বেটি, ভেরোনিকাদের নিখাদ প্রেম, বন্ধুত্ব আর প্রতিবাদের গল্প উঠে এসেছে। বলিউডের তিন প্রভাবশালী পরিবার থেকে আসা এই তিন নবাগতর চলচ্চিত্রে অভিষেক হচ্ছে ‘দ্য আর্চিস’-এর মধ্য দিয়ে। ট্রেইলারে দেখা যাবে লন্ডন থেকে সদ্য ফিরেছেন ভেরোনিকা (সুহানা খান)। যার প্রতি আকর্ষণ অনুভব করেছেন তাদের আরেক বন্ধু আর্চি (অগস্ত্যা নন্দা)। সহজ-সাবলীল জীবনের মাঝেই নতুন মোড় নেয় ঘটনাপ্রবাহ, যখন ভেরোনিকার বাবা রিভারডেলের গ্রিন পার্ক ছেঁটে সেখানে একটি গ্র্যান্ড হোটেল তৈরির পরিকল্পনা করেন। বাবার ভুল সিদ্ধান্তের জন্য ভেরোনিকাকে দোষারোপ করে বন্ধুরা। হতাশ ভেরোনিকা বন্ধুদের সঙ্গে মিলে প্রতিবাদ করে বসে বাবার বিরুদ্ধে। ট্রেইলারে শাহরুখ কন্যা সুহানা খান, শ্রীদেবীর মেয়ে খুশি কাপুর এবং অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্যা নন্দার উজ্জ্বল উপস্থিতি টের পাওয়া গেছে। আগামী ৭ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে যোইয়া আখতার প্রযোজিত ও পরিচালিত সিনেমা ‘দ্য আর্চিস’।
Published : 09 Nov 2023, 06:52 PM