রোজার মাসে মুম্বাইয়ের রাজনীতিক বাবা সিদ্দিকীর ইফতার পার্টি মানে হিন্দি সিনেমার তারকাদের এক পুনর্মিলন সন্ধ্যা। নায়ক-নায়িকা থেকে শুরু করে নির্মাতা, প্রযোজক, কলাকুশলী-কেউই বাদ থাকেন না সেই নিমন্ত্রণে। সোমবার এবারের ইফতার পার্টিতে গিয়েছিলেন তারকা অভিনেতা সালমান খানও, তাকে পাওয়া যায় ‘ব্ল্যাক লুকে’। ছিলেন নায়িকা প্রীতি জিনতা, হালের নায়িকা রাকুল প্রীত সিং, পূজা হেগড়েসহ আরও অনেকে। গিয়েছিলেন সুনীল শৈঠি, শেহনাজ গিল, সালমান খানের বাবা চিত্রনাট্যকার সেলিম খানও। এছাড়া উপস্থিত ছিলেন ছোট পর্দার অভিনয়শিল্পীরা।
Published : 18 Apr 2023, 01:01 PM