বলিউডের নতুন প্রজন্ম বদলে দিচ্ছে পুরনো চিত্র।
‘চল রাতকে করি ভোর’ শিরোনামে ঢাকার এক মিউজিক ভিডিওতে কাজ করেছেন টালিগঞ্জের অভিনেত্রী পূজা ব্যানার্জি।
টিএম রেকর্ডসের ব্যানারে তাপসের কথা, সুর ও সংগীতায়োজনে গানটিতে সংগীতশিল্পী হাসিব কণ্ঠ দিয়েছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে পূজার বিপরীতে বাংলাদেশের মডেল নিবিরকে দেখা গেছে; মিউজিক ভিডিওটি টিএম রেকর্ডসের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে।
হাসিব বলেন, “আমার শুরুটা যেহেতু ব্যান্ড থেকে এ গানটা আমার জনরার সঙ্গে খুব যায়। এরকম একটা ফাঙ্কি পপ গান পেয়েছি তাই অন্যরকম ভালো লাগা ও প্রত্যাশা কাজ করছে।”
মিউজিক ভিডিও প্রযোজনা করেছেন ফারজানা মুন্নী।
ঈদুল আজহা উপলক্ষে লুইপা ও পাপনের ‘হারিয়ে গেলাম’ ও নাদিয়া ডোরার ‘পীরিতির কারবার’ শিরোনামে দুটি গান প্রকাশ করেছে টিএম রেকর্ডস।