“এমন প্রেস্টিজিয়াস আসরে বিচারকের দায়িত্ব পাওয়া নিশ্চয় গর্বের,” বলছেন যুবরাজ শামীম
Published : 16 Mar 2023, 08:39 PM
মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার পাওয়া ‘আদিম’-এর পরিচালক যুবরাজ শামীম এবার ওই উৎসবের বিচারকের দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোরকে জানান এই নির্মাতা।
তিনি বলেন, “গেল বছর ৪৪ তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে জায়গা পেয়ে প্রশংসা কুড়িয়েছে ‘আদিম’। এই ছবির জন্য ‘স্পেশাল জুরি অ্যাওয়ার্ড’সহ ‘নেটপ্যাক সম্মাননা’ও জিতেছিলাম।
“এবার নিজের সিনেমার জন্য নয়, মস্কো চলচ্চিত্র উৎসবের ৪৫তম আসরে থাকছি বিচারকের আসনে।”
গ্লিটজকে যুবরাজ বলেন, “এটি পৃথিবীর প্রাচীন চলচ্চিত্র উৎসবগুলোর একটি। এ উৎসবের মূল বিভাগে প্রতিযোগিতায় বিজয়ী নির্মাতাকে পরের বছরের উৎসবে জুরি নির্বাচন করার দীর্ঘদিনের রেওয়াজ রয়েছে।”
“সেই ধারাবাহিকতায় ৪৪তম আসরের বিজয়ী হিসেবে ৪৫তম আসলে বিচারক হিসেবে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে।”
যুবরাজ শামীম জানান, বুধবার রাতে ইমেইলে ৪৫তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষের আমন্ত্রণপত্র পান তিনি।
উৎসবে প্রতিযোগিতা বিভাগে থাকা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো বিচার বিশ্লেষণের দায়িত্ব যাদের উপর থাকছে, তাদের একজন যুবরাজ শামীম।
বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত এই তরুণ নির্মাতা বলেন, “এমন প্রেস্টিজিয়াস আসরে বিচারকের দায়িত্ব পাওয়া নিশ্চয় গর্বের। ৪৫তম মস্কো চলচ্চিত্র উৎসব আয়োজকরা এমন দায়িত্বের জন্য আমাকে বেছে নিয়েছেন, এটা ভেবে আনন্দ পাচ্ছি। আমার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনে সর্বোচ্চ সচেষ্ট থাকব।”
গত বছর অগাস্টে মস্কো চলচ্চিত্র উৎসব শুরু হলেও এবছর শুরু হচ্ছে ২০ এপ্রিল থেকে। উৎসব চলবে ২৭ এপ্রিল পর্যন্ত। এর মধ্যে ২৫ ও ২৬ এপ্রিল হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী। উৎসব কর্তৃপক্ষের আমন্ত্রণে যুবরাজ মস্কো পৌঁছাবেন ২৪ এপ্রিল।
আগামী ১২ মে দেশের প্রেক্ষাগৃহে ‘আদিম’ মুক্তির ঘোষণা দিয়েছেন যুবরাজ। তিনি জানান, শিগগিরই পুরোদমে সিনেমার প্রচারে নামবেন।
তার আগে আগামী সপ্তাহে ভারতের দিল্লিতে অনুষ্ঠেয় ‘হ্যাবিটেড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ ‘আদিম’ নিয়ে যাচ্ছেন যুবরাজ শামীম। ২১ মার্চ থেকে উৎসবে উপস্থিত থাকবেন তিনি।