নতুন ‘প্রেমিকের’ সাথে ম্যাডোনার বয়সের পার্থক্য ৩৬ বছর। জীবনে অসংখ্য প্রেম করলেও এখন পর্যন্ত এই তারকা বিয়ে করেছেন মাত্র দুবার।
Published : 06 Mar 2023, 12:26 PM
প্রেমিক অ্যান্ড্রু ডারনেলের সঙ্গে বিচ্ছেদের পর সপ্তাহ পার না হতেই পপ তারকা ম্যাডোনার নাম জড়িয়েছে তার চেয়ে ৩৬ বছরের ছোট আমেরিকান বক্সার জশুয়া পপারের সাথে।
স্প্যানিশ ডেইলি মার্কা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম পেইজ সিক্স ম্যাডোনার সঙ্গে তার নতুন ‘প্রেমিকের’ ছবিও প্রকাশ করেছে।
ম্যডোনার নামের সঙ্গে জড়িয়ে আছে বিতর্ক, যৌনতা ও ফ্যাশন; ৬৫ বছর বয়সী এই তারকা একাধারে গায়িকা, গীতিকার, ফ্যাশন আইকন ও অভিনয়শিল্পী। অন্যদিকে বক্সার পপারের চলছে ২৯ বছর।
গেল শুক্রবার পপার একটি বক্সিং প্রতিযোগিতায় অংশ নেন। সেদিন দর্শক গ্যালারিতে ছিলেন ম্যাডোনা। সেই ম্যাচে পপার জয়ী হলে তার কাছে ছুটে যান ম্যাডোনা। পরে একটি গ্রুপ ছবিতে দুজনকে দেখা যায় ক্যামেরার সামনে। সেই ছবি পপার তার নিজের ইনস্টাগ্রামেও শেয়ার করেছেন।
ম্যাডোনার সর্বশেষ প্রেমিক ছিলেন ২৩ বছর বয়সী অ্যান্ড্রু ডারনেল। মাস পাঁচেক প্রেম করে ওই সম্পর্ক থেকে এই পপ তারকা বেরিয়ে আসেন গত সপ্তাহে। ম্যাডোনা জানিয়েছিলেন,’বিশ্বাসের সংকটে’ ভুগছিলেন তারা।
১৯৭৭ সালে গানে ক্যারিয়ার শুরু করার দুবছর পর শোনা যায় মার্কিন চলচ্চিত্র নির্মাতা ড্যান গিলোরির সাথে প্রেম চলছে ম্যাডোনার। সেই প্রেম বেশিদিন টেকেনি।
কিন্তু ম্যাডোনার প্রেমিকের তালিকা দীর্ঘ হয়েছে সময়ের সাথে সাথে, তাতে শোনা গেছে বিখ্যাত সব মানুষদের নাম।
সেই তালিকায় মার্কিন গ্রাফিতি শিল্পী জ্যঁ মিশেল বাসকুয়েট, জন এফ কেনেডি জুনিয়র, মাইকেল জ্যাকসন, জন বেনিটেজ, শন পেন থেকে আরও অনেকের নাম এসেছে।
অসংখ্য প্রেম করলেও এখন পর্যন্ত দুবার বিয়ের বাঁধনে জড়িয়েছেন ম্যাডোনা। ‘ম্যাটেরিয়াল গার্ল’ গানের ভিডিও ধারণের সময় ম্যাডোনা হলিউড তারকা শন পেনের সঙ্গে ডেট করা শুরু করেন এবং ৮৫ সালে তারা বিয়ে করেন।
বিয়ের দুই বছর পর ম্যাডোনা বিচ্ছেদের আবেদন করলেও কয়েক সপ্তাহ পর তা প্রত্যাহার করেন। ১৯৮৯ সালে আবার বিচ্ছেদের আবেদন করেন এবং ওই বিয়ে ভেঙে যায়।
এরপর ১৯৯৮ সালে এই তার পরিচয় হয় পরিচালক গাই রিচির সঙ্গে, যাকে তিনি ২০০০ সালে বিয়ে করেন। ওই বিয়ের আগে তাদের সন্তান রোকো জন রিচির জন্ম হয়। ২০০৮ সালে ভাঙে এই সংসার।